ইতিহাস

বলকান সংকট বলতে কি বোঝো আলোচনা করো

Contents

বলকান সংকট বলতে কি বোঝো আলোচনা করো

পনেরাে শতকের শেষ দিক থেকে ইউরােপের পূর্বভাগের দেশগুলির বিশেষ করে বলকান রাজ্যগুলির ( বসনিয়া , হারজেগােভিনা ) ওপর তুর্কিরা আধিপত্য স্থাপন করে এলেও ইসলাম ধর্মাবলম্বী তুর্কিদের সঙ্গে খ্রিস্ট ধর্মাবলম্বী শ্বেতাঙ্গ স্লাভ – জাতির কোনাে সাংস্কৃতিক ঐক্য গড়ে ওঠেনি । ফলে পূর্ব ইউরােপের ওই বলকান রাজ্যগুলিকে নিয়ে ইউরােপীয় রাজনীতিতে সমস্যা দীর্ঘদিনের ।

251px Balkan aspirations 1914 IMG 1
বলকান সংকট

রাশিয়ার আগ্রাসন

তুরস্ক সাম্রাজ্যের ক্রমবর্ধমান দুর্বলতাকে কেন্দ্র করে বলকান সমস্যা ক্রমশ গভীরতর হয়ে ওঠে । সতেরাে শতকে জার পিটার দ্য গ্রেটের ‘ উষ্ণ জল নীতি ’ অনুসারে তুরস্ক সাম্রাজ্যের ওপর রাশিয়ার যে আগ্রাসনের সূত্রপাত হয়েছিল , উনিশ শতকে আরও প্রবল হয়ে ওঠে । বিশেষ করে ভিয়েনা সন্ধি ( ১৮১৫ খ্রি. ) দ্বারা একদিকে রাশিয়ার বেসারাবিয়া অধিকার , অন্যদিকে বলকান জাতিগুলির তুরস্কের শাসনমুক্ত হয়ে স্বাধীনতা লাভের আকাঙ্ক্ষা , ইউরােপের প্রাচ্য সমস্যাকে ভয়ংকর করে তােলে ।

স্লাভ-অস্ট্রিয়া সংঘাত

বিসমার্কের মধ্যস্থতায় বার্লিন কংগ্রেস ( ১৮৭৮ খ্রি. ) – ও বলকান তথা প্রাচ্য সমস্যার কোনাে সমাধান করতে পারেনি । বরং অস্ট্রিয়া কর্তৃক স্লাভ – অধ্যুষিত রাজ্য বসনিয়া ও হারজেগােভিনা অধিকার , বলকান রাজ্যগুলিকে অস্থির করে তােলে । তারা উপলব্ধি করে যে , বৃহৎ শক্তিগুলির ওপর নির্ভর না করে নিজেদের চেষ্টাতেই স্বাধীনতা অর্জন করতে হবে । ফলে তুরস্কের হাত থেকে মুক্তিলাভের আকাঙ্ক্ষায় ১৯১২ খ্রিস্টাব্দে সার্বিয়ার নেতৃত্বে গঠিত হয় বলকান লিগ । গুপ্ত সমিতি গঠন ও গুপ্ত হত্যার মধ্যে দিয়ে তারা স্বাধীনতা অর্জনে প্রয়াসী হয় । অন্যদিকে বলকানে অস্ট্রিয়ার ওই অনুপ্রবেশ বরদাস্ত করতে না পেরে রাশিয়াও ওই সর্বস্লাভ আন্দোলনে সার্বিয়ার পাশে গিয়ে দাঁড়ায় । দেখাদেখি ত্রিশক্তি চুক্তির অন্যতম সদস্য জার্মানি অস্ট্রিয়াকে সমর্থন করতে এগিয়ে আসে ।

বলকান সংকট এর পরিণাম

বলকান উগ্র জাতীয়তাবাদ , অস্ট্রো-রাশিয়া ও অস্ট্রো-সার্বিয়া বিবাদ বলকান অঞ্চলকে এক জ্বলন্ত অগ্নিকুণ্ডে পরিণত করে ইউরােপের রাজনৈতিক আবহাওয়াকে উত্তপ্ত করে তােলে । একে একে ঘটে যায় প্রথম বলকান যুদ্ধ ( ১৯১২ খ্রি. ) ; দ্বিতীয় বলকান যুদ্ধ ( ১৯১৩ খ্রি. ) এবং শেষ পর্যন্ত প্রথম বিশ্বযুদ্ধ ( ১৯১৪ খ্রি. ) । বলকান জাতীয়তাবাদ প্রবল হয়ে উঠলে তুরস্কের অভ্যন্তরীণ রাজনীতিতে পালাবদল ঘটে , কনস্ট্যান্টিনােপলে রাজনৈতিক পালাবদল ঘটে যায় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!