প্রথম বিশ্বযুদ্ধের প্রকৃতি আলোচনা করো
Contents
প্রথম বিশ্বযুদ্ধের প্রকৃতি আলোচনা করো
সেরাজেভাে হত্যাকাণ্ডের মধ্য দিয়ে ১৯১৪ খ্রিস্টাব্দে ইউরােপে যে যুদ্ধের সূত্রপাত হয় তার প্রকৃতির সঙ্গে বিশ্বে এর আগে সংঘটিত কোনাে যুদ্ধেরই তুলনা চলে না । ধ্বংসাত্মক প্রকৃতির দিক থেকে প্রথম বিশ্বযুদ্ধ ছিল বিশ্ববাসীর কাছে এক ভয়ংকর অভিজ্ঞতা । এ প্রসঙ্গে ঐতিহাসিক ল্যাংসাম বলেছেন — ১৫৬৫ দিন ধরে চলা প্রথম বিশ্বযুদ্ধ ছিল মানবসভ্যতার ইতিহাসে সর্বাপেক্ষা রক্তক্ষয়ী ও ব্যয়বহুল (‘ The First World War which lasted 1565 days , was the bloodiest and costliest war that had yet been fought ’) ।
প্রকৃতিগত দিক থেকে আলােচনা করলে দেখা যায় যে —

সর্বাত্মক যুদ্ধ
বিশ্বের ইতিহাসে প্রথম বিশ্বযুদ্ধই ছিল প্রথম ‘ সর্বাত্মক যুদ্ধ ’ ( First Total War ) । পৃথিবীর প্রায় সমস্ত দেশই কোনােনা – কোনােভাবে এই যুদ্ধের সঙ্গে জড়িয়ে পড়েছিল । জলে – স্থলে – অন্তরীক্ষে সর্বত্রই এই যুদ্ধের বিস্তার ঘটেছিল । এমনকি , গির্জা ও শিক্ষায়তনগুলিও এই যুদ্ধের হাত থেকে রক্ষা পায়নি ।
ধ্বংসাত্মক প্রযুক্তিগত যুদ্ধ
ইতিপূর্বে বিজ্ঞান ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে যুদ্ধ জয়ের চেষ্টা আর কখনও এত ধ্বংসাত্মকভাবে ব্যবহৃত হয়নি । এই যুদ্ধে ডুবােজাহাজ , ট্যাংক , ভারী কামান , উড়ােজাহাজ থেকে বােমাবর্ষণ প্রভৃতি ধ্বংসাত্মক প্রযুক্তিগত উপকরণ ও পদ্ধতিকে কাজে লাগানাে হয় ।
সৈন্যসম্ভারের ব্যাপকতা
এত বিপুল সংখ্যক সৈন্য এর আগে কোনাে যুদ্ধেই নিয়ােগ করা হয়নি । যুদ্ধে জড়িত প্রত্যেকটি দেশই তাদের মােট সেনাসংখ্যার প্রায় সম্পূর্ণ অংশকে এই যুদ্ধে নিয়ােজিত করেছিল ।
ভয়াবহ যুদ্ধ
কোটি কোটি মানুষ এই যুদ্ধের ভয়াবহতা ও ক্ষয়ক্ষতির আঁচ পেয়েছিল যা এর আগে কোনাে যুদ্ধেই দেখা যায়নি । মাস্টার্ড গ্যাস , বিষাক্ত গ্যাস , তরল আগুন , রােগের জীবাণুর দ্বারা শত্রুপক্ষকে পরাজিত করার অভিনব ভয়াবহ প্রচেষ্টা এই যুদ্ধেই প্রথম লক্ষ করা যায় ।
জাতীয় জাগরণের উন্মাদনা
প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণকারী দেশগুলিতে জাতীয় চেতনার অভূতপূর্ব জাগরণ ঘটেছিল । দলমত নির্বিশেষে সমাজের সকল স্তরের মানুষ নিজ নিজ দেশের সরকারকে সমর্থন জানায় । এমনকি যুদ্ধে যােগদানের জন্য প্রয়ােজনীয় মনােবল ও সমর্থনের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেয় নিজ নিজ দেশের বিরােধী দলগুলিও ।
শক্তিসাম্য প্রতিষ্ঠার যুদ্ধ
জাতীয়তাবােধে উদ্বুদ্ধ জার্মানির সামরিক শক্তির আস্ফালন ও সাম্রাজ্যবাদী সম্প্রসারণ ইউরােপ জুড়ে যে ভীতির সঞ্চার ঘটিয়েছিল , প্রথম বিশ্বযুদ্ধ ছিল তারই প্রত্যক্ষ ফল । জার্মানির একাধিপত্যে যাতে ইউরােপের শক্তিসাম্য বিনষ্ট হয় তার প্রচেষ্টার ফসল হল এই যুদ্ধ ।
THANKS