জৈব যৌগগুলি সাধারণত উদ্বায়ী , দাহ্য এবং কম গলনাঙ্ক ও স্ফুটনাঙ্কযুক্ত হয় ।
অধিকাংশ জৈব যৌগ জলে অদ্রাব্য কিন্তু জৈব তরলে ( যেমন — বেঞ্জিনে ) দ্রাব্য ।
জৈব যৌগগুলির মধ্যে বিক্রিয়া সাধারণত ধীরগতিতে হয় ।
জৈব যৌগের সংখ্যা অসংখ্য । কিন্তু রাসায়নিক ধর্ম ও আণবিক সংকেতের সাদৃশ্য বিচার করে যৌগগুলিকে কয়েকটি শ্রেণিতে ভাগ করা যায় । এই ধরনের শ্রেণিকে সমগণীয় শ্রেণি বলে ।