ভৌত বিজ্ঞান

জৈব যৌগ ও অজৈব যৌগের তুলনা আলোচনা কর

জৈব যৌগ ও অজৈব যৌগের তুলনা আলোচনা কর

images 1

জৈব যৌগ

  1. কার্বন এবং অল্পসংখ্যক কয়েকটি মৌল দ্বারা গঠিত প্রায় দশ লক্ষেরও বেশি সংখ্যক জৈব যৌগ আছে ।
  2. জৈব যৌগে কার্বনের ক্যাটিনেশন ধর্ম দেখা যায় ।
  3. জৈব যৌগ সমযােজী প্রকৃতির হয় ।
  4. জৈব যৌগে সমাবয়বতা দেখা যায় ।
  5. জৈব যৌগগুলির রাসায়নিক ক্রিয়া অপেক্ষাকৃত ধীর গতিতে হয় এবং বিক্রিয়াগুলি উভমুখী হয় ।
  6. জৈব যৌগগুলির গলনাঙ্ক ফুটনাঙ্ক অপেক্ষাকৃত কম ।
  7. অধিকাংশ জৈব যৌগ জলে অদ্রাব্য কন্তু জৈব তরলে দ্রাব্য ।
  8. উপযুক্ত পরিবেশে কোনাে কোনাে জব যৌগের একাধিক অণু মিলে বৃহত্তর অণু গঠন করতে পারে । একে পলিমারাইজেশন বলে ।
  9. জৈব যৌগগুলির সাধারণত উদ্বায়ী ।
  10. জৈব যৌগগুলি সাধারণত দাহ্য ।

অজৈব যৌগ

  1. সমস্ত রকম ( প্রায় শতাধিক ) মৌল দ্বারা গঠিত অজৈব যৌগের সংখ্যা তুলনামূলক ভাবে অনেক কম ।
  2. অজৈব যৌগে ক্যাটিনেশন ধর্ম দেখা যায় না ।
  3. বেশির ভাগ অজৈব যৌগ তড়িৎযােজী । এবং অল্পসংখ্যক সমযােজী ।
  4. অজৈব যৌগে সমাবয়বতা দেখা যায় না ।
  5. সাধারণত তড়িৎযােজী হওয়ায় অজৈব যৌগগুলির রাসায়নিক বিক্রিয়া দ্রুত এবং একমুখী হয় ।
  6. অজৈব যৌগগুলির গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক অপেক্ষাকৃত বেশি ।
  7. অজৈব যৌগ সাধারণত জৈব তরলে দ্রবণীয় নয় কিন্তু জলে দ্রবণীয় ।
  8. অজৈব যৌগের ক্ষেত্রে পলিমারাইজেশন বিক্রিয়া দেখা যায় না ।
  9. অজৈব যৌগগুলি সাধারণত অনুদ্বায়ী ।
  10. অজৈব যৌগগুলি সাধারণত অদাহ্য ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!