ইতিহাস

জার্মানির ঐক্য সাধনে বিসমার্কের অবদান

Contents

জার্মানির ঐক্য সাধনে বিসমার্কের অবদান

1861 খ্রিস্টাব্দে প্রথম উইলিয়াম প্রাশিয়ার সিংহাসনে বসেন । সামরিক শক্তিতে বিশ্বাসী উইলিয়াম প্রাশিয়ার নেতৃত্বে জার্মানির ঐক্যসাধনে পক্ষপাতী ছিলেন । এরূপ পরিস্থিতিতে 1862 খ্রিস্টাব্দে সেপ্টেম্বর মাসে অটো ভন বিসমার্ক নামে এক ধুরন্ধর রাজনীতিবিদ প্রাশিয়ার প্রধানমন্ত্রীর পদ গ্রহণ করলে জার্মানির ঐক্য আন্দোলনে এক নবযুগের সূচনা হয় ।

index 7
বিসমার্ক

বিসমার্কের রাষ্ট্র দর্শন

1815 খ্রিস্টাব্দে ব্রান্ডেনবার্গের এক জমিদার পরিবারে বিসমার্কের জন্ম । কাভুরের ন্যায় তিনিও ছিলেন রাজতন্ত্রের ঘােরতর সমর্থক । তিনি রাজতন্ত্রের অধীনে প্রাশিয়ার নেতৃত্বেই জার্মানিকে ঐক্যবদ্ধ করার পক্ষপাতী ছিলেন । এ ব্যাপারে তিনি যুদ্ধনীতি গ্রহণের যৌক্তিকতা সম্পর্কে নিশ্চিত ছিলেন । তিনি তার ‘ রক্ত ও লৌহ ’ [ Blood & Iron ] নীতির দ্বারা তিনটি যুদ্ধের মাধ্যমে জার্মানিকে ঐক্যবদ্ধ করেন ।

ডেনমার্কের সঙ্গে যুদ্ধ [ 1864 খ্রিঃ ]

প্রাশিয়া ও ডেনমার্কের সীমান্তে স্লেজভিগ ও হলস্টেন নামে দুটি অঞ্চল ডেনমার্কের অধীনে ছিল । বিসমার্ক এই দুটি রাজ্য পাওয়ার আশায় অস্ট্রিয়াকে পক্ষে টেনে 1864 খ্রিস্টাব্দে ডেনমার্কের বিরুদ্ধে যুদ্ধ ঘােষণা করেন । যুদ্ধে ডেনমার্ক পরাজিত হয় এবং গ্যাস্টিনের সন্ধিতে স্বাক্ষর করেন । এই সন্ধির শর্ত অনুযায়ী হলস্টেনের শাসনভার দেওয়া হল অস্ট্রিয়াকে এবং স্লেজভিগে প্রাশিয়ার কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয় ।

অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধ [ 1866 খ্রিঃ ]

কূটনীতির যাদুকর ’ বিসমার্ক প্রথম থেকেই জানতেন যে , জার্মানির ঐক্য সম্পন্ন করতে হলে অস্ট্রিয়ার কিছু অঞ্চল ছিনিয়ে আনা প্রয়ােজন । এই উদ্দেশ্যে বিসমার্ক গােপনে রাশিয়া , ফ্রান্স ও ইটালিকে পক্ষে এনে অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘােষণা করেন । 1866 খ্রিস্টাব্দে স্যাডােয়ার যুদ্ধে অস্ট্রিয়া চূড়ান্তভাবে পরাজিত হয় । প্রাগের সন্ধির মাধ্যমে মেইন নদীর উত্তর অংশের সমস্ত অঞ্চলে প্রাশিয়ার কর্তৃত্বকে অস্ট্রিয়া স্বীকৃতি দিতে বাধ্য হয় ।

ফ্রান্সের সঙ্গে যুদ্ধ [ 1870 খিঃ ]

বিসমার্ক ভালভাবে জানতেন যে , দক্ষিণ জার্মানির ফরাসি প্রভাবাধীন অঞ্চলগুলিকে ফ্রান্সের কবলমুক্ত করতে না পারলে জার্মানির ঐক্যকরণ সম্ভব নয় । এজন্য ফ্রান্সের সঙ্গে যুদ্ধ অনিবার্য । স্পেনের সিংহাসনের উত্তরাধিকার সংক্রান্ত ব্যাপারে প্রাশিয়া ও ফ্রান্সের বিরােধের সূত্রপাত হয় । বিসমার্ক তার কূটনীতির সাহায্যে ফরাসি সম্রাট তৃতীয় নেপােলিয়নকে প্রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘােষণা করতে বাধ্য করেন । 1870 খ্রিস্টাব্দে ফ্রান্সের সঙ্গে প্রাশিয়ার সেডানে যুদ্ধ সংঘটিত হয় । যুদ্ধে তৃতীয় নেপােলিয়ন চূড়ান্তভাবে পরাজিত হয়ে ফ্রাঙ্কফুর্টের সন্ধিতে স্বাক্ষর করতে বাধ্য হন । সন্ধির শর্ত অনুযায়ী দক্ষিণ জার্মানির রাজ্যগুলি প্রাশিয়ার সঙ্গে যুক্ত হয় । ফ্রান্স এই সংযুক্তি মেনে নেয় ।

1871 খ্রিস্টাব্দের 18 জানুয়ারি ভার্সাই শহরে প্রাশিয়ার রাজা উইলিয়ম ‘ জার্মান সম্রাট ’ উপাধি গ্রহণ করে জার্মানির সিংহাসনে আরােহণ করেন । এভাবে জার্মানির ঐক্য সম্পন্ন হয় এবং অল্পদিনের মধ্যেই বিশ্বের অন্যতম প্রধান শক্তিরূপে আত্মপ্রকাশ করে ।

13 thoughts on “জার্মানির ঐক্য সাধনে বিসমার্কের অবদান

  • Biswajit Rishi

    দাদা,আমি নোটগুলো প্রিন্ট করতে চাই,আমি কি কপি করতে পারি ।

    Reply
    • কন্টেন প্রোটেকটেড আছে, স্ক্রিনসট করে কাজ চালাতে হবে

      Reply
    • Shubhojit biswas

      this is very helpful note for me,thank you once again.

      Reply
  • Aita ki 12mark ar jonno thik hobe

    Reply
  • Aita ki 12mark ar jonno thik hobe

    Reply
    • Subhadip pati

      Ar ektu bodho hole bhalo hoto eta 6 mark paor moto hoyeche

      Reply
  • Oindri Banerjee

    রক্ত ও লৌহ নীতি সম্পর্কে বললে ভালো হতো।

    Reply
    • কুনাল হাজরা

      হ্যাঁ

      Reply
  • Rick Ghosh

    Ata 8marks janna hoba

    Reply
    • Anonymous

      Eta 5 marks er ans eta

      Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!