কার্বোনারী আন্দোলন বলতে কি বোঝো

কার্বোনারী আন্দোলন বলতে কি বোঝো

উনিশ শতকের প্রথমার্ধে ইতালিতে যেসব গুপ্ত সমিতির উদ্ভব ঘটেছিল তার মধ্যে অন্যতম ছিল কার্বোনারি ( Carbonari ) । কার্বোনারি শব্দটির অর্থ হল জ্বলন্ত অঙ্গারবাহী । এই সংগঠনের সদস্যরা পুরাতন পদ্ধতি প্রথা ও বিদেশি শাসনের বিনাশের জন্য ধর্মীয় অনুষ্ঠান হিসেবে কাঠকয়লা পােড়াতেন বলে এঁদের নাম হয়েছিল কার্বোনারি । এর প্রধান কর্মকেন্দ্র ছিল ইতালির নেপলসে

secret carbonari 1
কার্বোনারি আন্দোলন

কার্বোনারী আন্দোলনের উদ্দেশ্য

কার্বোনারি দলটির উদ্দেশ্যগুলি ছিল এরকম —

বিদেশি শাসনের অবসান :

ইতালি থেকে বিদেশি শাসনের অবসান ঘটানাে ।

গণতান্ত্রিক শাসন :

ইতালিতে গণতান্ত্রিক শাসন পদ্ধতির প্রতিষ্ঠা ।

ব্যক্তিস্বাধীনতা প্রতিষ্ঠা :

ইতালিবাসীর ব্যক্তি স্বাধীনতা ফিরিয়ে দেওয়া ।

নতুন সংবিধান :

প্রজাতান্ত্রিক ও গণতান্ত্রিক রাজতন্ত্রের মেলবন্ধন ঘটিয়ে এক নতুন সংবিধান রচনা করা ।

বিভিন্ন বিদ্রোহে নেতৃত্বদান

কার্বোনারি গুপ্ত সমিতির প্রধান মােরলে সালভাতি এবং জেনারেল পেপ মিলিত হয়ে প্রথম ফার্দিনান্দের কাছে সংস্কারের দাবি জানিয়ে ব্যর্থ হলে নেপলসে বিদ্রোহের সূচনা করেন ( ১৮২০ খ্রি. জুলাই ) । এর পরেই সান্তারোসার নেতৃত্বে পিডমন্টে বিদ্রোহ শুরু হয় । এই বিদ্রোহের আগুন একে একে ছড়িয়ে পড়ে লম্বার্ডি , পার্মা , মডেনা , বােলগনা , এনিওনা , এমনকি পােপের রাজ্যেও । অবশেষে অস্ট্রিয়া ও পােপের মিলিত বাহিনী ইতালির এইসব অঞ্চলে কার্বোনারি বিদ্রোহকে দমন করে ।

কার্বোনারী আন্দোলনের ব্যর্থতার কারণ

ইতালির বিভিন্ন অঞ্চলে গড়ে ওঠা কার্বোনারি আন্দোলন শেষপর্যন্ত ব্যর্থতায় পর্যবসিত হয়েছিল । এর কারণ ছিল —

পরিকল্পনার অভাব :

উপযুক্ত রাজনৈতিক আদর্শ ও গঠনমূলক পরিকল্পনার অভাব ।

সামরিক দুর্বলতা :

সামরিক দুর্বলতা কার্বোনারি আন্দোলনকে ব্যর্থ করে । অস্ট্রিয়া ও পােপের মিলিত সামরিক শক্তির কাছে কার্বোনারিদের সামরিক শক্তি হার মানে ।

অন্তর্দ্বন্দ্ব :

বিদ্রোহীদের মধ্যেকার অনৈক্য আন্দোলনকে ব্যর্থ করে দেয় ।

সুনির্দিষ্ট কর্মসূচির অভাব :

কার্বোনারি আন্দোলনে নেতৃবর্গ কোনাে সুনির্দিষ্ট কর্মসূচি গ্রহণ না করায় ইতালির সকল স্তরের মানুষ এই আন্দোলনে যােগ দেয়নি । ঐতিহাসিক ই. লিপসনের  মতে লক্ষ্য ও কর্মসূচির মধ্যে মিল থাকার অভাবেই বিদ্রোহগুলির সমাপ্তি ঘটে (‘ So long as unity of action was discovered from unity of purpose , failure was a foregone conclusion ’) ।

গুরুত্ব

কার্বোনারি আন্দোলন শেষপর্যন্ত ব্যর্থ হলেও এর গুরুত্বকে অস্বীকার করা যায় না ।

জাতীয় জাগরণ :

কার্বোনারি আন্দোলনের ফলস্বরূপ সমগ্র ইতালি জুড়ে জাতীয়তাবাদী জাগরণ ঘটে যা রিসঅর্জিমেন্টো ( Risorgimento ) বা পুনরুত্থান নামে পরিচিত ।

হৃত গৌরব পুনরুদ্ধার :

কার্বোনারি আন্দোলন ইতালিবাসীর হারানাে গৌরব নতুন করে তুলে ধরে তাদের জাতীয়তাবাদ সম্পর্কে সচেতন করে তােলে ।

শত্রুর চিহ্নিতকরণ :

কার্বোনারি আন্দোলন ইতালিবাসীকে বুঝিয়ে দেয় যে ইতালির বিভিন্ন রাজ্যে যেসব শাসক অধিষ্ঠিত রয়েছেন তারা অস্ট্রিয়ার মদতেই শক্তিমান , তাই ইতালিবাসীর প্রধান শত্রু হল অস্ট্রিয়া

Leave a Reply

Your email address will not be published.

x
error: Content is protected !!