ইতিহাস

তৃতীয় নেপোলিয়নের অবদান আলোচনা করো

Contents

তৃতীয় নেপোলিয়নের অবদান আলোচনা করো

পিডমন্টসার্ডিনিয়ার নেতৃত্বে ১৮৭০ খ্রিস্টাব্দে ইতালি ঐক্যবদ্ধ হয় । তবে ইতালির এই স্বাধীনতার পিছনে বিদেশি শক্তি হিসেবে ফ্রান্সের সম্রাট তৃতীয় নেপােলিয়নের অবদান কম ছিল না । তাই এ. জে. পি. টেলর  বলেছেন — তৃতীয় নেপােলিয়ন ভিয়েনা চুক্তি ভাঙার জন্য ইতালিকেই সবথেকে সুবিধাজনক স্থান বলে মনে করতেন ।

napoleon iii 6
তৃতীয় নেপােলিয়ন

তৃতীয় নেপোলিয়নের উদ্দেশ্য

ইতালিকে সাহায্যের পেছনে তৃতীয় নেপােলিয়নের দুটি গােপন উদ্দেশ্য ছিল—

ভিয়েনা চুক্তির শর্ত অমান্য করা :

ভিয়েনা চুক্তি ইউরােপের কূটনীতিতে ফ্রান্সকে যে গণ্ডির মধ্যে সীমাবদ্ধ করে রেখেছিল তা প্রসারিত করার পক্ষে ইতালিই ছিল সবচেয়ে সুবিধাজনক স্থান । কারণ ভিয়েনা চুক্তি একদিকে যেমন ইতালিতে ভীষণভাবে কার্যকারী ছিল , তেমনি ইতালির ব্যাপারে অস্ট্রিয়া ছাড়া অন্য কোনাে বৃহৎ শক্তির মাথাব্যথা ছিল না ।

ইতালিতে নিজ আধিপত্য স্থাপন :

ইতালির মুক্তিদাতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে ইতালিতে নিজ আধিপত্য বিস্তার করার একটা ইচ্ছা তাঁর ছিল । তাই তিনি ইতালিকেই তাঁর কর্মক্ষেত্র করে নেন ।

প্লোমবিয়ার্স এর চুক্তি

নেপােলিয়নের সঙ্গে পিডমন্টের প্রত্যক্ষ রাজনৈতিক সম্পর্ক গড়ে ওঠে ১৮৫৪ খ্রিস্টাব্দে , যখন ক্যাভুর ক্রিমিয়ার যুদ্ধে পনেরাে হাজার সৈন্য পাঠিয়ে ইঙ্গ – ফরাসি পক্ষে যােগদান করেন , সেই সময় থেকেই । এরই প্রেক্ষিতে প্যারিস শান্তি চুক্তির ( ১৮৫৬ খ্রি. ) পর ১৮৫৮ খ্রিস্টাব্দে এক গােপন সাক্ষাৎকারে ( প্লোমবিয়ার্স – এর চুক্তি ) তৃতীয় নেপােলিয়ন ইতালির মুক্তিযুদ্ধে অস্ট্রিয়াকে ইতালি থেকে বিতাড়িত করতে সামরিক সাহায্যের প্রতিশ্রুতি দেন ।

ভিল্লাফ্রঙ্কার সন্ধি

অস্ট্রিয়ার বিরুদ্ধে পিডমন্ট – ফ্রান্সের যুগ্মবাহিনী যখন দ্রুত সাফল্যের পথে এগিয়ে চলেছে , যখন অস্ট্রিয়ার কাছ থেকে কেবলমাত্র ভেনেসিয়া জিতে নেওয়া বাকি , ঠিক সেইসময় নেপােলিয়ন গােপনে অস্ট্রিয়ার সঙ্গে ভিল্লাফ্রাঙ্কার সন্ধি ( ১৮৫৯ খ্রি. ) স্বাক্ষর করে যুদ্ধ থেকে সরে আসেন । তবে ওই সন্ধি দীর্ঘদিন স্থায়ী হয়নি ।

মধ্য ইতালির ঐক্য প্রচেষ্টায় স্বীকৃতি

নেপােলিয়ন ইতালির ঐক্যের প্রশ্নকে এড়িয়েও থাকতে পারেননি । মধ্য ইতালির টাস্কানি , পার্মা , মডেনা প্রভৃতি রাজ্য পিডমন্টের সঙ্গে যুক্ত হতে চাইলে নেপােলিয়ন স্যাভয় ও নিসের বিনিময়ে ওই সংযুক্তি মেনে নেন । বাকি থাকে ভেনেসিয়া ও রােম ( পােপের রাজ্য ) ।

প্রত্যক্ষ ভূমিকা

মধ্য ইতালির সংযুক্তি মেনে নিয়ে তৃতীয় নেপােলিয়ন ইতালির ঐক্য স্থাপনে প্রত্যক্ষ ভূমিকা নেন । ১৮৬৬ র স্যাডােয়া যুদ্ধের সময় বিসমার্ক নেপােলিয়নকে নিরপেক্ষতা অবলম্বনের আবেদন জানান । নেপােলিয়ন বিসমার্কের কাছে তাঁর নিরপেক্ষতার বিনিময়ে এই শর্ত আরােপ করেন যে , যুদ্ধে অস্ট্রিয়া পরাজিত হলে প্রাশিয়া ইতালির হাতে ভেনেসিয়া তুলে দিতে অস্ট্রিয়াকে বাধ্য করবে । যুদ্ধশেষে পরাজিত অস্ট্রিয়া পিডমন্টকে ভেনেসিয়া হস্তান্তর করে । সবশেষে সেডানের যুদ্ধের ( ১৮৭০ খ্রি. ) সময় তৃতীয় নেপােলিয়ন রােম থেকে ফরাসি সেনা প্রত্যাহার করলে এক গণভােটে রােম পিডমন্টের সঙ্গে যুক্ত হয়ে সংযুক্ত ইতালির রাজধানীতে পরিণত হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!