তৃতীয় নেপোলিয়নের অভ্যন্তরীণ সংস্কার গুলি আলোচনা করো
Contents
তৃতীয় নেপোলিয়নের অভ্যন্তরীণ সংস্কার গুলি আলোচনা করো
ফ্রান্সের সম্রাটরূপে তৃতীয় নেপােলিয়ন বেশ কিছু সংস্কারমূলক কর্মসূচি রূপায়ণের চেষ্টা করেছিলেন । তিনি শ্রমিক – কৃষকদের স্বার্থরক্ষার ক্ষেত্রেই সবথেকে বেশি সংস্কার কর্মসূচি গ্রহণ করেছিলেন । ঐতিহাসিক সি. ডি. হ্যাজেন – এর মতে — দারিদ্র্য দূরীকরণই তৃতীয় নেপােলিয়নের অভ্যন্তরীণ সংস্কারের মূল লক্ষ্য ছিল ।

তৃতীয় নেপোলিয়নের অর্থনৈতিক সংস্কার
শিল্পবিপ্লব সংঘটনে ভূমিকা :
তৃতীয় নেপােলিয়নের সময়েই ফ্রান্সে প্রকৃত শিল্পবিপ্লবের সূচনা হয় । ব্যাংক ব্যাবসাতে মহাজনদের হস্তক্ষেপ বন্ধ করতে তিনি সরকারি বন্ড বিক্রির ব্যবস্থা করেন । শিল্পোদ্যোগে পুঁজি বিনিয়ােগের জন্য তিনি ‘ ব্যাংক অব ফ্রান্স ’ – কে পুনর্গঠিত করে মুদ্রা ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করেন । শিল্পের প্রয়ােজনে দীর্ঘমেয়াদি ঋণদানের জন্য তিনি ‘ ক্রেডিট ফঁসিয়া ’ নামে একটি প্রতিষ্ঠান স্থাপন করেন । তাঁর সময়ে রাস্তাঘাট , বন্দর ইত্যাদি নির্মাণ ও রেলপথের সম্প্রসারণ ঘটানাে হয় ।
কৃষির উন্নতিতে ভূমিকা :
কৃষির উন্নতির জন্য নেপােলিয়ন সচেষ্ট হন । উন্নততর পশু প্রজনন , বিজ্ঞানসম্মত উপায়ে চাষ , আদর্শ কৃষিখামার , পতিত জমি উদ্ধার , খাল খনন , কৃষি – ঋণদান , সমবায় সমিতি স্থাপন ইত্যাদি ব্যবস্থা তিনি গ্রহণ করেন । ‘ ক্রেডিট এগ্রিকোল ’ নামে গ্রামীণ কৃষি ব্যাংক তাঁর আমলেই স্থাপিত হয় ।
অবাধ বাণিজ্যের সমর্থক :
তৃতীয় নেপােলিয়ন অবাধ বাণিজ্যের সমর্থক ছিলেন । ১৮৬০ খ্রিস্টাব্দে সম্পাদিত কবডেন চুক্তি দ্বারা ফ্রান্স ও ইংল্যান্ডের মধ্যে অবাধ বাণিজ্যিক সম্পর্ক গড়ে ওঠে । ফলে আমদানি – রপ্তানি বৃদ্ধি পাওয়ায় উভয় দেশই উপকৃত হয় ।
তৃতীয় নেপোলিয়নের শ্রমিক কল্যাণে সংস্কার
শ্রমিকদের মজুরি বৃদ্ধির সঙ্গে কাজের সময় কমানাের ব্যাপারেও তিনি উদ্যোগী হন । তিনি শ্রমিকদের জন্য আবাসন প্রকল্পও গ্রহণ করেন । শ্রমিকদের জন্য বার্ধক্য বিমা , দুর্ঘটনা বিমা , চিকিৎসা বিমা ইত্যাদি নানা প্রকল্প চালু করেন । তিনি শ্রমিকদের ট্রেড ইউনিয়নের অধিকার দেন । ফলে ফ্রান্সে শ্রমিক অসন্তোষ যথেষ্ট হ্রাস পায় ।
তৃতীয় নেপোলিয়নের প্যারিসের পুনর্গঠন
আজকের প্যারিস মূলত সম্রাট তৃতীয় নেপােলিয়নেরই অনন্য কৃতিত্ব । বিখ্যাত স্থপতি ব্যারন হসম্যানের সহযােগিতায় প্যারিস নগরীকে সুরম্য প্রাসাদ , উদ্যান , পার্ক , নাট্যশালা , জলাশয় ইত্যাদি দ্বারা তিনি সুসজ্জিত করেন ।
মূল্যায়ন
প্রজাবৎসল শাসকরূপে তৃতীয় নেপােলিয়ন যেসব আর্থসামাজিক সংস্কারসাধন করেছিলেন তার নিরিখে তাঁকে একজন সংস্কারকামী শাসক বলা যায় । ফরাসি বিপ্লবের পর তৃতীয় নেপােলিয়নই ফ্রান্সের একমাত্র সম্রাট যিনি সাধারণ ফ্রান্সবাসী , বিশেষত গ্রামবাসীদের জন্য সবথেকে বেশি কাজ করার চেষ্টা করেছিলেন । তিনিই প্রথম ফরাসি সম্রাট যিনি বাহুল্যের পরিবর্তে সংস্কারমূলক কর্মসূচি রূপায়ণের মাধ্যমে ফ্রান্সবাসীর হৃদয় জয় করেছিলেন ।
Raihan Rahaman
To,
Napolion