ইতিহাস

ভিয়েনা সম্মেলনের সাফল্য আলোচনা কর

Contents

ভিয়েনা সম্মেলনের সাফল্য আলোচনা কর

ভিয়েনা কংগ্রেসের গৃহীত সিদ্ধান্তগুলি স্বার্থপরতা ও সংকীর্ণতার দোষে দুষ্ট হলেও এটি ইউরােপ জুড়ে শান্তির পরিবেশ ফিরিয়ে আনতে পেরেছিল । এই সম্মেলনে বৃহৎ রাষ্ট্রগুলির মধ্যে শক্তির সমতা প্রতিষ্ঠার দ্বারা প্রত্যেকের মধ্যেই সন্তোষবিধানের চেষ্টা করা হয়েছিল । তাই ডেভিড টমসন  বলেছেন — ভিয়েনা ব্যবস্থা মােটামুটিভাবে একটি যুক্তিসংগত ও কূটনীতিবিদসুলভ ব্যবস্থা ছিল (‘ On the whole it was a reasonable and statesmanlike arrangement ’)। ভিয়েনা কংগ্রেস ইউরােপের বুকে নিঃসন্দেহে এক নতুন যুগের সূচনা করেছিল । ত্রুটিবিচ্যুতি সত্ত্বেও ভিয়েনা সম্মেলনের সাফল্যকে অস্বীকার করা যায় না । যেমন 一

Congresso de Viena 1

শান্তি স্থাপন

ভিয়েনা কংগ্রেসের পদক্ষেপগুলিই বিপ্লব ও যুদ্ধক্লান্ত ইউরােপের বুকে পরবর্তী প্রায় চল্লিশ বছর শান্তি বজায় রাখতে সাহায্য করেছিল । যার সুফল হিসেবে ইউরােপে এই সময় জ্ঞানবিজ্ঞান , শিল্প – সাহিত্য – সংস্কৃতি যথেষ্ট বিকশিত হয়েছিল । শেলি , কিটস , বায়রন , হুগাে , গ্যেটে এসময়ের প্রমুখ সাহিত্যিকরা সাহিত্যকে সমৃদ্ধ করেছিল । এইচ. এ. এল. ফিসার  এ প্রসঙ্গে বলেছেন — সমস্ত ত্রুটিবিচ্যুতি সত্ত্বেও এটি ইউরােপে চল্লিশ বছরের জন্য আপেক্ষিক শান্তি দিয়েছিল (‘ With all its shortcomings , it gave Europe forty years of comparative peace ’)।

উদারতা

ভিয়েনা কংগ্রেসে ফ্রান্সের প্রতি কোনাে কঠোর প্রতিশােধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়নি । এই বাস্তবোচিত ও যুক্তিসংগত উদারতা ভিয়েনা কংগ্রেসের এক অসামান্য সাফল্য ।

আন্তর্জাতিকতা বোধ

ভিয়েনা সম্মেলন অনেকটাই যুক্তিযুক্তভাবে ভবিষ্যতের রাষ্ট্রপুঞ্জের মতােই কিছু ব্যবস্থা গ্রহণ করতে চেয়েছিল । এই সম্মেলনই বিশ্বে প্রথম আন্তর্জাতিকতার ভিত্তি প্রতিষ্ঠা করে পরবর্তীকালে ‘ লিগ অব নেশন্স ’ এবং ‘ ইউ. এন. ও ’ গড়ে তােলার পথ প্রশস্ত করেছিল ।

বাস্তবানুগ

ভিয়েনা সম্মেলনের সিদ্ধান্তগুলি বাস্তব পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে গৃহীত হয়েছিল । এই | প্রসঙ্গে ই. ভি. গুলিকহেনরি কিসিংগার  বলেছেন এই ব্যবস্থা ছিল বাস্তবানুগ ও সমকালীন পরিস্থিতির সঙ্গে সংগতিপূর্ণ ।

উপসংহার

ভিয়েনা সম্মেলন ইউরােপের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা ঘটায় । এই সম্মেলনে যােগদানকারী রাষ্ট্রগুলির মধ্যেকার পারস্পরিক বিরােধ , আদর্শর্গত দ্বন্দ্ব ও যাবতীয় প্রতিবন্ধকতাকে অতিক্রম করে মােটামুটি এক ন্যায়সংগত ও যুক্তিযুক্ত ব্যবস্থা গড়ে তােলা সম্ভব হয়েছিল । ব্যাপ্তি ও গুরুত্বের বিচারে এই সম্মেলন ১৯১৯ – এর প্যারিস সম্মেলনের সঙ্গে তুলনীয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!