জুলাই বিপ্লব ও ফেব্রুয়ারি বিপ্লবের তুলনা

Contents

জুলাই বিপ্লব ও ফেব্রুয়ারি বিপ্লবের তুলনা

উৎস ও প্রভাবের দিক থেকে বিচার করলে ১৮৩০ খ্রিস্টাব্দের জুলাই বিপ্লব এবং ১৮৪৮ খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি বিপ্লবের মধ্যে সাদৃশ্য ও বৈসাদৃশ্য দুই – ই রয়েছে । ১৮৩০ খ্রিস্টাব্দের জুলাই বিপ্লবের প্রধান কারণ ছিল রাজা দশম চার্লসের স্বৈরাচারী শাসন । অপরদিকে , ১৮৪৮ খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি বিপ্লবের কারণ ছিল লুই ফিলিপের আমলে পরস্পরবিরােধী জটিল ও সংকটময় রাজনৈতিক পরিস্থিতি । ঐতিহাসিক সি.ডি. হ্যাজেন  ফ্রান্সের এই দুই বিপ্লবের তুলনা করে বলেছেন — ফ্রান্সের ফেব্রুয়ারি বিপ্লব ছিল অসাধারণ দ্রুতগতিসম্পন্ন চরমপন্থী এবং সম্পূর্ণ অপ্রত্যাশিত ।

1200px Демонстрация работниц Путиловского завода в первый день Февральской революции 1917
জুলাই ও ফ্রেব্রুয়ারি বিপ্লবের তুলনা

সাদৃশ্য

জুলাই বিপ্লব ও ফ্রেব্রুয়ারি বিপ্লবের মধ্যে বেশ কিছু সাদৃশ্য রয়েছে , যার মধ্যে অন্যতম কয়েকটি —

উৎসগত :

১৮৩০ খ্রিস্টাব্দের জুলাই বিপ্লব এবং ১৮৪৮ খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি বিপ্লব এই দুই – এরই উৎসভূমি ছিল ফ্রান্স ।

পরিণতির দিক থেকে :

পরিণতির বিচারে এই দুই বিপ্লবই শেষপর্যন্ত ব্যর্থতায় পর্যবসিত হয়েছিল । কারণ জুলাই বিপ্লবের একমাত্র সাফল্য ছিল বেলজিয়ামের স্বাধীনতা , অপরদিকে ফেব্রুয়ারি বিপ্লবের সুফলরূপে শুধুমাত্র সার্ডিনিয়া ও প্রাশিয়াতে নিয়মতান্ত্রিক শাসনব্যবস্থা প্রবর্তিত হয়েছিল ।

প্রভাবগত :

জুলাই ও ফেব্রুয়ারি বিপ্লবের ভাবধারায় উদ্বুদ্ধ হয়ে ইউরােপের বিভিন্ন দেশে জাতীয় স্বাধীনতা আন্দোলন শুরু হয়েছিল ।

গুরুত্বের দিক থেকে :

গুরুত্বের বিচারে এই দুই বিপ্লব শাসকবর্গকে নিয়মতান্ত্রিক শাসনপদ্ধতি প্রবর্তনের প্রয়ােজনীয়তা অনুভব করাতে পেরেছিল ।

বৈসাদৃশ্য : 

জুলাই বিপ্লব ( ১৮৩০ খ্রি. ) ও ফেব্রুয়ারি ( ১৮৪৮ খ্রি. ) বিপ্লবের মধ্যে কিছু বৈসাদৃশ্যও ছিল । যেমন—

প্রকৃতিগত : 

জুলাই বিপ্লব ছিল একটি নিয়মতান্ত্রিক আন্দোলন , কেননা উদারনৈতিক ভাবধারাযুক্ত এক নিয়মতান্ত্রিক শাসনপদ্ধতিই এর মূল লক্ষ্য ছিল । অপরদিকে ফ্রেব্রুয়ারি বিপ্লবের মূল লক্ষ্য ছিল অর্থনৈতিক অবস্থার ভিত্তিতে গণতান্ত্রিক শাসনব্যবস্থা স্থাপন ।

শ্রেণিচরিত্রগত :

শ্রেণিচরিত্রের বিচারে জুলাই বিপ্লব ছিল ধনী বুর্জোয়াদের বিপ্লব , অপরদিকে ফেব্রুয়ারি বিপ্লব ছিল পাতি বুর্জোয়া , বুদ্ধিজীবী ও সাধারণ ফ্রান্সবাসীর বিপ্লব ।

চরমপন্থাগত :

জুলাই বিপ্লব খুব – একটা চরমপন্থী বিপ্লব ছিল না কিন্তু ফেব্রুয়ারি বিপ্লব ছিল অনেকটাই চরমপন্থী বিপ্লব । কারণ এই বিপ্লবের সঙ্গে ফরাসি বিপ্লবের জ্যাকোবিন পর্বের ( ১৭৯২ খ্রি. ) মিল খুঁজে পাওয়া যায় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!