নেপোলিয়নের পতনের মহাদেশীয় অবরোধ নীতি দায়িত্ব
নেপােলিয়নের পতনে মহাদেশীয় অবরােধ নীতির দায়িত্ব
নেপােলিয়নের পতনের জন্য মহাদেশীয় অবরােধ ব্যবস্থা অনেকটাই দায়ী ছিল বলে মনে করা হয় । নেপােলিয়ন এই ব্যবস্থার দ্বারা ইংল্যান্ডকে জব্দ করতে গিয়ে নিজেই জব্দ হন এবং নিজের পতনের পথ তৈরি করেন ।

ইউরোপে শিল্পপণ্যের সংকট
ইউরােপের বিভিন্ন দেশের শিল্পজাত পণ্যসামগ্রীর চাহিদা অনেকটা পূরণ করত ইংল্যান্ড । কিন্তু নেপােলিয়ন মহাদেশীয় অবরােধ ব্যবস্থা জারি করে ইউরােপে ইংল্যান্ডের শিল্পজাত পণ্যের আমদানি আটকালে ইউরােপবাসী ক্ষিপ্ত হয়ে ওঠে । এমনকি নিজের দেশের অধিবাসী ফরাসিরাও সস্তার ব্রিটিশ শিল্পপণ্য থেকে বঞ্চিত হওয়ায় নেপােলিয়নের ওপর ক্ষুদ্ধ হন ।
আর্থিক ক্ষতি
মহাদেশীয় অবরােধ ব্যবস্থার পরিণামে ইউরােপের আমদানি ও রপ্তানি ব্যবস্থা ভেঙে পড়ে । ফ্রান্সে সাধারণ মানুষ থেকে শুরু করে বুর্জোয়ারা আর্থিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হয় । কলকারখানার সঙ্গে যুক্ত শ্রমিকশ্রেণি কাজ হারিয়ে বেকারে পরিণত হয় । ইউরােপে এই সার্বিক আর্থিক সংকট নেপােলিয়ন – বিরােধী পরিবেশ তৈরি করে ।
ইংল্যান্ডের বিকল্প হওয়ার ক্ষমতা
নেপােলিয়ন মহাদেশীয় অবরােধ ব্যবস্থা জারি করে ফ্রান্সকে ইংল্যান্ডের বিকল্প শক্তিরূপে তুলে ধরতে চেয়েছিলেন । শিল্প ও বাণিজ্যে সমৃদ্ধ ইংল্যান্ডের মতাে ইউরােপীয় শিল্প বাণিজ্যের বিশাল চাহিদা মেটানাে ফ্রান্সের পক্ষে সম্ভবপর ছিল না ।
পোপের বিরোধিতা
ক্যাথােলিক ধর্মগুরু পােপ মহাদেশীয় অবরােধ প্রথাকে অস্বীকার করলে নেপােলিয়ন তাকে বন্দি করেন । এতে গোটা খ্রিস্টান জগত ক্ষোভে ফেটে পড়ে । ফলে ইউরােপ জুড়ে বিভিন্ন অঞ্চলে জাতীয়তাবাদী গণ অভ্যুত্থান শুরু হয় ।
বিভিন্ন যুদ্ধে পরাজয়
মহাদেশীয় অবরােধ ব্যবস্থাকে কেন্দ্র করে নেপােলিয়নকে বিভিন্ন যুদ্ধে লিপ্ত হতে হয় । স্পেনের সঙ্গে উপদ্বীপের যুদ্ধে নেপােলিয়নের পরাজয় ঘটে । রাশিয়ার সঙ্গে যুদ্ধে গ্রান্ড আর্মি পরাজিত ও বিধ্বস্ত হয় ।