ইতিহাস

শিল্প বিপ্লবের সামাজিক ফলাফল

Contents

শিল্প বিপ্লবের সামাজিক ফলাফল

শিল্পবিপ্লব ইউরােপের সামাজিক জীবনেও পরিবর্তন ঘটিয়ে আলােড়ন  সৃষ্টি করে ।

images 3
শিল্পবিপ্লব

নতুন শিল্পনগরী গঠন 

নানা স্থানে কলকারখানা স্থাপিত হওয়ার ফলে নতুন নতুন শিল্পনগরী গড়ে উঠতে থাকে। যেমন , শিল্পবিপ্লবের আগে লন্ডনই ছিল ইংল্যান্ডের একমাত্র জনবহুল নগরী । কিন্তু শিল্পবিপ্লবের ফলে লন্ডন ছাড়াও বার্মিংহাম , ব্রিস্টল , ম্যানচেস্টার , লিভারপুল , নিউ ক্যাসেল প্রভৃতি বহু শিল্পনগরী ইংল্যান্ডে গড়ে ওঠে ।

নগর – সভ্যতার উন্মেষ 

গ্রামের কৃষিজীবী মানুষ দলে দলে চাকরি ও নিরাপদ নিশ্চিন্ত জীবনের হাতছানিতে শহরে আসতে শুরু করে । ফলে একদিকে শহরগুলি যেমন জনবহুল হয়ে ওঠে , অন্যদিকে তেমনি গ্রামগুলি ক্রমশ জনশূন্য হয়ে পড়ে । এইভাবে গ্রামগুলি শ্রীহীন হয়ে পড়ে , পরিবর্তে শিল্পনগরীগুলিই দেশের প্রাণকেন্দ্র হয়ে ওঠে ; নগর সভ্যতার উন্মেষ ঘটে ।

শোষক ও শােষিত শ্রেণির উদ্ভব 

কুটিরশিল্পকে ধ্বংস করে কলকারখানা গড়ে ওঠার কারণে কৃষকদের মতাে তাঁতি ও কারিগররাও পরিণত হয় দিনমজুরে । এইভাবে শিল্পবিপ্লব সমাজে দুটি নতুন শ্রেণির জন্ম দেয় — ধনী মালিকশ্রেণি ও শােষিত দরিদ্র শ্রমিকশ্রেণি ।

বুর্জোয়াশ্রেণির উদ্ভব 

শিল্পবিপ্লবের ফলে আগের অভিজাত সামন্তশ্রেণির অবলুপ্তি ঘটে । তার জায়গায় সৃষ্টি  হয় ধনী বুর্জোয়াশ্রেণির । ফলে সামাজিক শােষণের রূপ পালটে যায় । সামন্তপ্রভুর জায়গায় শােষকের ভূমিকায় অবতীর্ণ হয় এই নতুন বুর্জোয়াশ্রেণি ।

শিল্প – বাণিজ্যভিত্তিক সমাজ প্রতিষ্ঠা

সনাতন কৃষিভিত্তিক সমাজের বদলে শিল্প – বাণিজ্যভিত্তিক নতুন সমাজব্যবস্থার পত্তন হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!