ভিয়েনা সম্মেলনের উদ্দেশ্য কী ছিল
ভিয়েনা সম্মেলনের উদ্দেশ্য কী ছিল
নেপােলিয়ন বােনাপার্ট যে এক বিশাল ফরাসি সাম্রাজ্য গড়ে তুলেছিলেন , তার ফলে তাঁকে বহু দেশের সাথে একের পর এক যুদ্ধে লিপ্ত হতে হয়েছিল । এতে ইউরােপীয় মানচিত্রে বহু পরিবর্তন আসে । তাই নেপােলিয়নের পতনের পর ইউরােপের পুনর্বণ্টন ও পুনর্গঠনের প্রয়ােজনে বিজয়ী রাষ্ট্রনায়ক ও রাজনীতিবিদগণ অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে এক সম্মেলনে ( ১৮১৪ খ্রি. নভেম্বর থেকে ১৮১৫ খ্রি. জুন ) মিলিত হন । ভিয়েনা কংগ্রেসের উদ্দেশ্য প্রসঙ্গে ঐতিহাসিক সি. ডি. এম. কেটেলবি বলেছেন — ফরাসি বিপ্লবপ্রসূত গণতন্ত্র , দেশপ্রেম , জাতীয়তাবাদ , রাষ্ট্রীয় ও সামাজিক চেতনার বিনাশ ঘটিয়ে এক স্বেচ্ছাতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে ভিয়েনা কংগ্রেসের নেতৃবর্গ মিলিত হয়েছিলেন ।

ভিয়েনা সম্মেলনের ঘোষিত উদ্দেশ্য
- ফ্রান্স যেন আবার শক্তি সঞ্চয় করে ইউরােপের শান্তি বিঘ্নিত করতে না পারে , তা দেখা ।
- নেপােলিয়নের বিরুদ্ধে যুদ্ধে ক্ষতিগ্রস্ত রাষ্ট্রগুলিকে ক্ষতিপূরণ দেওয়া ।
- প্রাক্ – বিপ্লব যুগের রাজবংশগুলিকে নিজ নিজ সিংহাসনে পুনঃপ্রতিষ্ঠা করা ।
- ইউরােপে পরিবর্তিত রাষ্ট্রীয় কাঠামাের পুনর্গঠন করা ।
- নেপােলিয়নের বিরুদ্ধে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে গােপন চুক্তিগুলিকে স্বীকৃতি দেওয়া ।
- ভবিষ্যতে ইউরােপে যাতে শক্তিসাম্য বজায় থাকে তার ব্যবস্থা করা ।
- ইতালি , জার্মানি ও পােল্যান্ডের ভবিষ্যৎ ঠিক করা ।
- স্যাক্সানি ও রাইন ( ব্রাভেরিয়া , মেইঞ্চসহ ) এই অঞল দুটির ভবিষ্যৎ নির্ধারণ করা ।
- ইউরােপে প্রচলিত দাসব্যবস্থার অবসান ঘটানাে ।
- ফ্রান্সের ক্ষমতা নিয়ন্ত্রণ করে ফ্রান্সের ব্যাপারে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ ।
ভিয়েনা সম্মেলনের প্রকৃত উদ্দেশ্য
ভিয়েনা সম্মেলনের নেতৃবর্গ ‘ ন্যায় ও সততার ’ ভিত্তিতে ইউরােপের পুনর্গঠন ও পুনর্বণ্টন এবং ইউরােপ জুড়ে ‘ নিরবচ্ছিন্ন ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠা ’, ‘ ইউরােপের রাজনীতির পুনরুজ্জীবন ’ প্রভৃতি উচ্চ আদর্শ প্রতিষ্ঠার কথা বললেও বাস্তবে কিন্তু তা হয়নি । আসলে ভিয়েনায় মিলিত বৃহৎ রাষ্ট্রবর্গের নেতাদের প্রকৃত উদ্দেশ্য ছিল — ফরাসি বিপ্লব থেকে উদ্ভূত উদারতান্ত্রিক ভাবধারাকে নির্মূল করে ইউরােপে পুরাতনতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা ঘটানাে । এর পাশাপাশি তাদের উদ্দেশ্য ছিল নেপােলিয়নকে হারানাের পুরস্কাররূপে ইউরােপের বিভিন্ন অঞ্চল আত্মসাৎ করা । তাই ভিয়েনা কংগ্রেসের সেক্রেটারি ফ্রেডারিক ভন জেনৎস ( Friedric Von Gentz ) বলেছেন — এই সম্মেলনের আসল উদ্দেশ্য ছিল বিজয়ী শক্তিবর্গের মধ্যে বিজয় গৌরবের সাফল্য ভাগ করে নেওয়া (‘ The real purpose of the Congress was to divide amongst the conquerors the spoils taken from the vanquished ’) ।
ধন্যবাদ..!
Thank you ❣️❣️❣️❣️❤️❤️❤️❤️💕💕❤️❤️💜❤️💜❤️💜💜❤️💜💜❤️💜❤️💜💜❤️💜❤️💕❤️💕💕❤️💕❤️💕❤️💕❤️💕❤️💕❤️💕❤️💕❤️💕💕❤️💕❤️💕❤️💕❤️💕❤️💕❤️💕❤️💕❤️💕💕❤️💕❤️💕❤️💜🥰🥰😍😍😍🥰😍👍🏻😍👍🏻😍👍🏻😍👍🏻😍👍🏻😍👍🏻😍👍🏻😍👍🏻😍👍🏻😍👍🏻😍😍👍🏻😍👍🏻😍👍🏻 awesome ❣️ ❣️ ❣️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❣️❣️❣️ ❣️❣️❣️❤️💕💕🥰😄😄😃❤️💕💕🥰😄😃❤️💕💕🥰😄😃😄😄😃❤️❤️💜❤️💕💕💕💕🥰😄😃😄😃❤️❤️💜💜🥰💕❤️💜❤️💕💕💕💕🥰🥰💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕🥰😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄 in
Thank you very much 🤩🤩🤩🤩🤩
Thank you very much ❤️❤️❤️❤️❤️
Thanks you♥️♥️♥️🌹
Thanks a lot