ভিয়েনা সম্মেলনের ক্ষতিপূরণ নীতি
Contents
ভিয়েনা সম্মেলনের ক্ষতিপূরণ নীতি
ভিয়েনা সম্মেলনে ইউরােপীয় নেতৃবর্গ ইউরােপকে পুনর্গঠনের লক্ষ্যে যে তিনটি মূলনীতি গ্রহণ করেছিলেন তার মধ্যে অন্যতম ছিল ক্ষতিপূরণ নীতি ( Principle of Compensation ) ।

মূলকথা
নেপােলিয়নের সঙ্গে যুদ্ধে ইউরােপের যেসব দেশের ( ইংল্যান্ড , রাশিয়া , অস্ট্রিয়া , প্রাশিয়া , সুইডেন ) প্রচুর আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছিল তাদের ক্ষতিপূরণ দেওয়াই ছিল এই নীতির মূল লক্ষ্য । যদিও এই নীতি সঠিকভাবে রূপায়িত হয়নি ।
ক্ষতিপূরণ নীতির প্রয়োগ
ক্ষতিপূরণ নীতি অনুযায়ী বৃহৎ রাষ্ট্রগুলি ফরাসি সাম্রাজ্য থেকে বেশ কিছু আঞ্চলিক ভূখণ্ড লাভ করে —
রাশিয়া :
রাশিয়া ফিনল্যান্ড ও পােল্যান্ডের কিছুটা অংশ এবং তুরস্ক – ভুক্ত বেসারবিয়া প্রদেশ লাভ করে ।
প্রাশিয়া :
প্রাশিয়া লাভ করেছিল সুইডেনের পােমারানিয়া প্রদেশ , স্যাক্সনির ২/৫ অংশ , পােল্যান্ডের ১/৪ অংশ এবং ডানজিগ , থর্ন , পােজেন প্রদেশটি । এ ছাড়াও প্রাশিয়া বাগের ডাচি ও ওয়েস্টফেলিয়ার কিছুটা অংশ লাভ করেছিল ।
অস্ট্রিয়া :
অস্ট্রিয়া পেয়েছিল পূর্ব সাইলেসিয়া ও ব্যাভেরিয়ার অন্তর্গত টাইরল , ইল্লিরিয়া ও পােল্যান্ডের গ্যালিশিয়া প্রদেশ এবং বেলজিয়ামের বিনিময়ে হল্যান্ডের কাছ থেকে পেয়েছিল ইতালির পাে উপত্যকার দুটি প্রদেশ ভেনিশিয়া ও লম্বার্ডি ।
ইংল্যান্ড :
ইংল্যান্ড লাভ করেছিল উত্তর সাগরের হেলিগােল্যান্ড , ভূমধ্যসাগরের মাল্টা ও আইওনিয়ান দ্বীপপুঞ্জ এ ছাড়াও ইংল্যান্ড হল্যান্ডের অধিকারে থাকা সিংহল , ফ্রান্সের অধিকারভুক্ত মেরিটিয়াম এবং স্পেনের অধিকারে থাকা ক্যারিবিয়ান সাগরের ত্রিনিদাদ , টোবাগাে , সান্তালুশিয়া ও অন্যান্য দ্বীপ লাভ করেছিল ।
সুইডেন :
ডেনমার্ক থেকে আলাদা করে নরওয়ে , সুইডেনকে দেওয়া হয় এবং এর পরিবর্তে সুইডেন রাশিয়াকে ফিনল্যান্ড এবং প্রাশিয়াকে সুইডিস – পােমারানিয়া ছেড়ে দেয় ।
ইতালি :
ইতালির উত্তর অংশ অস্ট্রিয়াকে দেওয়া হয় । বিনিময়ে ইতালি পায় পিয়েডমন্ট , স্যাভয় , জেনােয়া ।
জার্মানি :
নেপােলিয়ন বােনাপার্ট জার্মান অঞ্চলের ৩০০ টি রাজ্যকে ৩৯ টি বড়াে বড়াে রাজ্যে পরিণত করে যে রাষ্ট্র সমবায় গঠন করেছিলেন , তাঁর পতনের পর অনুষ্ঠিত ভিয়েনা সম্মেলনেও কিন্তু জার্মানির সেই ৩৯ টি রাজ্যই থাকল , শুধু কর্তৃত্ব চলে গেল অস্ট্রিয়ার হাতে ।
উপসংহার
ভিয়েনা সম্মেলনে গৃহীত ক্ষতিপূরণ নীতি সব দেশের ক্ষেত্রে সমানভাবে প্রযােজ্য হয়নি । তাই ভিয়েনা কংগ্রেসের সেক্রেটারি ফ্রেডারিক ভন জেনৎস বলেছেন — এখানে বিজয়ী শক্তিগুলি সমবেত হয়েছিলেন বিজয় গৌরবের সাফল্য ভাগ করে নিতে ।