স্ট্যাম্প অ্যাক্ট বলতে কি বোঝো তা আলোচনা করো
Contents
স্ট্যাম্প অ্যাক্ট বলতে কি বোঝো তা আলোচনা করো
ইংল্যান্ড – রাজ তৃতীয় জর্জের প্রধানমন্ত্রী গ্রেনভিল ১৭৬৫ খ্রিস্টাব্দে স্ট্যাম্প অ্যাক্ট প্রবর্তন করেন। এই আইন অনুসারে আমেরিকার সমস্ত সংবাদপত্র, আইন বিষয়ক, বাণিজ্য বিষয়ক দলিলপত্রের উপর স্ট্যাম্প কর চাপানো হয়। যা ছিল উপনিবেশের ওপর ব্রিটেন কর্তৃক প্রবর্তিত প্রথম প্রত্যক্ষ কর। এই কর চাপানোর বিরুদ্ধে বোস্টনের আইনজীবী জেমস ওটিস সমালোচনার সুরে বলেন— যেহেতু ব্রিটিশ পার্লামেন্টে আমেরিকার কোন প্রতিনিধি নেই, সেহেতু ব্রিটিশ পার্লামেন্টের ধার্য – করা কোনো কর দিতে আমেরিকানরা বাধ্য নয় (‘no taxation without representation’)।

স্ট্যাম্প অ্যাক্টের প্রেক্ষাপট
আমেরিকার আদি অধিবাসী রেড ইন্ডিয়ানদের আক্রমণ থেকে রেহাই পাওয়া ও ফরাসিদের থেকে অধিকৃত অঞ্চলগুলি রক্ষা করার জন্যে ব্রিটিশ সরকার উত্তর আমেরিকায় দশ হাজার সেনা মােতায়েন করে । এইসব ব্রিটিশ সেনার মােট খরচের এক – তৃতীয়াংশ তােলার লক্ষ্যে গ্রেনভিল মন্ত্রীসভা স্ট্যাম্প অ্যাক্ট জারি করে ।
স্ট্যাম্প অ্যাক্টের উদ্দেশ্য
স্ট্যাম্প অ্যাক্ট প্রবর্তনের প্রকৃত উদ্দেশ্য ছিল —
- আমদানি রপ্তানি বাণিজ্য নিয়ন্ত্রণের মাধ্যমে কর ও শুল্ক আদায়ের নীতিকে কার্যকর করা ।
- ব্রিটেনের জাতীয় ঋণের জন্য যে আর্থিক ঘাটতি দেখা দেয় তা পূরণ করা ।
স্ট্যাম্প অ্যাক্টের বিরােধিতা
স্ট্যাম্প অ্যাক্টের বিরােধিতা শুরু হয় খােদ ব্রিটেনে । ব্রিটিশ পার্লামেন্টে হুইগ দলের সদস্য এডমন্ড বার্ক , অ্যাডাম স্মিথ , ডিন ট্যাকার প্রমুখ এই কালা আইনের তীব্র বিরােধিতা করেন ।
আমেরিকার উপনিবেশবাসীরা একজোট হয়ে এই আইনের বিরােধিতা করেন । বােস্টন , নিউইয়র্ক , ফিলাডেলফিয়া , বাল্টিমাের , চার্লসটন প্রভৃতি অঞ্চলে চার্লস টমসন , স্যামুয়েল চেস , ক্রিস্টোফার গেডসডেন প্রমুখের নেতৃত্বে ব্রিটিশ বিরােধিতা আরও তীব্র হয় । প্রতিনিধিদের নেতা বেঞ্জামিন ফ্রাঙ্কলিন ঘােষণা করেন — এই আইন প্রত্যাহার করা না হলে তাঁদের আন্দোলন সশস্ত্র রূপ ধারণ করবে । ম্যাসাচুসেটস থেকে সুদূর দক্ষিণ ক্যালিফোর্নিয়া পর্যন্ত সুবিশাল অঞ্চল জুড়ে বিদ্রোহীরা প্রতিবাদের ঝড় তােলে । গঠিত হয় বিদ্রোহীদের সংগঠন ‘ Sons of Liberty ‘ ।
স্ট্যাম্প অ্যাক্টের পরিণতি
স্ট্যাম্প অ্যাক্ট বিরােধী আন্দোলনের তীব্রতায় অবশেষে ব্রিটিশ প্রধানমন্ত্রী গ্রেনভিল পদত্যাগ করেন । নতুন প্রধানমন্ত্রী রকিংহ্যাম স্ট্যাম্প অ্যাক্ট প্রত্যাহার করেন ( ১৭৬৬ খ্রি. মার্চ ) । রকিংহ্যাম অবশ্য এক ঘােষণায় বলেন — আমেরিকার উপনিবেশগুলির ওপর কর বসানাে ব্রিটিশ পার্লামেন্টের অধিকার ।