বোস্টন টি পার্টি বলতে কি বোঝো
Contents
বোস্টন টি পার্টি বলতে কি বোঝো
ইংল্যান্ডের প্রধানমন্ত্রী লর্ড নর্থ ১৭৭০ খ্রিস্টাব্দে আমেরিকার উপনিবেশগুলি থেকে সমস্ত কর প্রত্যাহার করে নিয়ে শুধুমাত্র চায়ের ওপর তিন পেনি কর বজায় রাখেন। এতে ঔপনিবেশিকদের ক্ষোভ কিছুটা কমলেও সম্পূর্ণরূপে প্রশমিত হয়নি। এই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে বোস্টন টি পার্টি নামক ঘটনায়। লর্ড অ্যাকটনের মতে — এই তিন পেনির জন্য ব্রিটিশ সাম্রাজ্য ধ্বংস হয় (‘ That three pence broke up the British empire’ )।

বোস্টন টি পার্টির প্রেক্ষাপট
কর নীতি :
ব্রিটিশ পার্লামেন্টের সম্মতিতে আমেরিকার উপনিবেশগুলিতে নেভিগেশন আইন, সুগার অ্যক্ট (১৭৬৪ খ্রি.), স্ট্যাম্প অ্যাক্ট (১৭৬৫ খ্রি.) জারি করে যথাক্রমে চিনি এবং আমেরিকার দলিলপত্র ও লাইসেন্স এর ওপরে কর চাপানো হয়। এই দুই করের বিরুদ্ধে আমেরিকার উপনিবেশগুলিতে আন্দোলন চরমে পৌঁছোলে প্রধানমন্ত্রী রকিংহ্যাম সুগার ও স্ট্যাম্প অ্যাক্ট প্রত্যাহার করে ঘোষণার আইন (Declaratory Act, ১৭৬৬খ্রি.) জারি করে বলেন যে, উপনিবেশবাসীদের ওপর ব্রিটিশ পার্লামেন্টের কর চাপানোর অধিকার রয়েছে। এই আইন অনুযায়ী পরবর্তী ব্রিটিশ মন্ত্রিসভার রাজস্বমন্ত্রী চার্লস টাউনসেন্ড চা, চিনি, কাগজ, সিসা, রং, কাচ এই ৬ টি জিনিসের উপর কর চাপানোর কথা ঘোষণা করেন।
কোম্পানির আর্থিক সংকট :
ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তীব্র অর্থ সংকটে পড়লে কোম্পানির শেয়ারহোল্ডাররা ব্রিটিশ সরকারের কাছে অর্থ সাহায্য প্রার্থনা করে। এতে প্রভাবিত হয়ে লর্ড নর্থের সরকার কোম্পানির হাতে জমে থাকা চা অত্যন্ত অল্প শুল্কে আমেরিকায় বিক্রয় করার অধিকার দেয় কোম্পানিকে । কিন্তু উপনিবেশবাসীদের কাছে এর প্রতিক্রিয়া হয় অন্য। তাদের ধারণা হয়, এত কম দামে কোম্পানির চা বিক্রয় হতে থাকলে আমেরিকানদের পক্ষে আমদানিকৃত চা (হল্যান্ড থেকে)-এর প্রতিযোগিতায় দাঁড়ানো অসম্ভব হবে। তাই তারা Sons of Liberty সংস্থাকে সমর্থন জানায় ও চা বোঝাই ব্রিটিশ জাহাজগুলি আমেরিকার বন্দরে নামার বিরোধিতা করে।
বোস্টন টি পার্টি ঘটনা
ব্রিটিশ প্রধানমন্ত্রী লর্ড নর্থ ১৭৭০ খ্রিস্টাব্দে আমেরিকার উপনিবেশবাসীদের ওপর থেকে সমস্ত রকম কর প্রত্যাহার করে নেন। কিন্তু চায়ের ওপর তিন পেনি কর বহাল রাখেন। নর্থের নির্দেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিভিন্ন জাহাজে করে প্রচুর চা আমেরিকায় উপনিবেশে নিয়ে আসা হয় (অক্টোবর)। কিন্তু বন্দর থেকে চায়ের পেটি নামানোর নির্দেশ দিলে উপনিবেশবাসীরা ক্ষিপ্ত হয়ে ওঠে। কিন্তু সরাসরি সংঘর্ষে না গিয়ে রাতে (১৭৭৩খ্রি. ১৬ ডিসেম্বর) বেশকিছু ঔপনিবেশিক তাদের নেতা স্যামুয়েল অ্যাডামসের নির্দেশে রেড ইন্ডিয়ান এর ছদ্মবেশে ডার্টমাউথ জাহাজে উঠে ৩৪২ পেটি চা সমুদ্রের জলে ফেলে দেয়।
বোস্টন টি পার্টির পরিণতি
বোস্টন টি পার্টি ঘটনায় নর্থ মন্ত্রিসভা ক্ষুদ্ধ হয়ে প্রতিশোধমূলক ব্যবস্থা নিতে তৈরি হয়। শান্তিস্বরূপ ব্রিটিশ সরকার বোস্টন বন্দর বন্ধ করে দেয় এবং ম্যাসাচুসেটস প্রদেশের স্বায়ত্তশাসনের অধিকার কেড়ে নেয়। সেই সঙ্গে আমেরিকানদের বিরুদ্ধে চারটি দমনমূলক আইনও জারি করা হয়।