আমেরিকার স্বাধীনতার যুদ্ধে উপনিবেশ গুলোর সাফল্য
Contents
আমেরিকার স্বাধীনতার যুদ্ধে উপনিবেশ গুলোর সাফল্য
আমেরিকার স্বাধীনতার যুদ্ধে সামরিক শক্তি ও অর্থবলে বলীয়ান হয়েও ইংল্যান্ড কিন্তু পরাজয় স্বীকার করতে বাধ্য হয় । ফলে ১৭৮৩ খ্রিস্টাব্দে ভার্সাই চুক্তি দ্বারা আমেরিকার স্বাধীনতা স্বীকৃত হয় । আপাতদৃষ্টিতে ইংল্যান্ডের এই পরাজয় বিস্ময়কর হলেও কতকগুলি বাস্তবসংগত কারণের জন্যই ঔপনিবেশিকগণ এই ঐতিহাসিক সাফল্য লাভ করতে পেরেছিল ।

ভৌগোলিক দূরত্ব
ইংল্যান্ড ও আমেরিকার মধ্যে তিন হাজার মাইলের বিশাল ভৌগােলিক দূরত্ব ঔপনিবেশিকদের জয়কে অনেক সহজ করে দিয়েছিল । অত দূর থেকে সময়মতাে প্রয়ােজনীয় সৈন্য , অস্ত্রশস্ত্র , রসদ ইত্যাদি পাঠিয়ে যুদ্ধ চালানাে ইংরেজদের পক্ষে প্রায় অসম্ভব ছিল ।
ঔপনিবেশিক শক্তিকে অবজ্ঞা
ঔপনিবেশিকদের সামরিক শক্তি ও ক্ষমতা সম্পর্কে ইংরেজ নেতৃবর্গের সুস্পষ্ট ধারণার অভাব ছিল । ইংরেজ সেনানায়কদের অনেকেই আমেরিকার সামরিক শক্তিকে তুচ্ছ বলে ভাবতে গিয়ে রণনীতিতে চূড়ান্ত ভুল করেন ।
ব্রিটেনে ব্রিটিশ বিরােধিতা
ব্রিটিশ পার্লামেন্টে হুইগ দলের সদস্য এডমন্ড বার্ক , ডিন ট্যাকার , অ্যাডাম স্মিথ প্রমুখ উপনিবেশবাসীদের ওপর সুগার অ্যাক্ট ও স্ট্যাম্প অ্যাক্ট বসানাের বিরােধিতা করেন । অনেক ইংরেজ উদারনীতিবিদ , এমনকি অনেক সামরিক কর্মচারীও আমেরিকার সঙ্গে আপস মীমাংসা করতে উৎসাহী ছিলেন । এতে ব্রিটিশ সেনাদের মনােবল ভেঙে যায় ।
পররাষ্ট্রমন্ত্রী জারমেনের অপদার্থতা
ইংল্যান্ডের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী লর্ড জর্জ জারমেন ছিলেন অলস ও কর্মবিমুখ । তাঁর অপদার্থতার কারণে ইংরেজ বাহিনীর মধ্যে সমন্বয়ের অভাব দেখা দেয় । তা ছাড়া তাঁর নিশ্চেষ্টতা ও অলসতা ইংল্যান্ডকে উপনিবেশগুলির সমস্যা সমাধানের ক্ষেত্রে সুনির্দিষ্ট নীতি গ্রহণে বাধা প্রদান করেছিল ।
আমেরিকাবাসীর জাতীয়তাবোধ ও স্বদেশপ্রেম
আমেরিকাবাসীর গভীর জাতীয়তাবোধ ও স্বদেশপ্রেম তাদের সাফল্য লাভের অন্যতম প্রধান কারণ ছিল। মাতৃভূমির স্বাধীনতা অর্জনে তারা মরণ-পণ যুদ্ধে নেমেছিল। অন্যদিকে সাম্রাজ্য রক্ষার ওই যুদ্ধে ইংরেজ সেনার জাতীয়তাবাদী চেতনায় উদ্দীবিত হওয়ার কোন প্রশ্নই ছিল না।
জর্জ ওয়াশিংটনের নেতৃত্ব
জর্জ ওয়াশিংটনের অবিসংবাদী নেতৃত্ব ঔপনিবেশিকদের জয়লাভের অন্যতম প্রধান কারণ ছিল। তাঁর অসাধারণ ব্যক্তিত্ব, দুর্দান্ত স্বদেশ প্রেম, অটল সংকল্প, জাতীয়তাবাদী চেতনা, ধৈর্য ও সাংগঠনিক শক্তি সমগ্র জাতিকে স্বাধীনতার মন্ত্রে উদ্বুদ্ধ করেছিল।
উপসংহার
ফ্রান্স, স্পেনের অর্থ ও লোকবল দিয়ে সহায়তা ঔপনিবেশিকদের জন্য একটি প্রধান কারণ ছিল। ফ্রান্সের নৌবহর ইংরেজ নৌসেনার আধিপত্য খর্ব করায় ঔপনিবেশিকদের জয় সহজ হয়েছিল।