টেনিস কোর্টের শপথ বলতে কী বোঝো

টেনিস কোর্টের শপথ বলতে কী বোঝো

ফরাসি বিপ্লবের সূচনার পূর্বে এক অন্যতম ঘটনা ছিল টেনিস কোর্ট শপথ । সুদীর্ঘ ১৭৫ বছর পরে ফ্রান্সের ভার্সাই শহরে স্টেটস জেনারেল বা জাতীয় মহাসভার অধিবেশন বসে ( ১৭৮৯ খ্রি. ৫ মে ) । কিন্তু কয়েকদিন ধরে চলা এই অধিবেশনে সদস্যদের ভােটাধিকার সংক্রান্ত প্রশ্নটি জাতীয় সংকটের সৃষ্টি করে । অভিজাত ও যাজক  সম্প্রদায় চেয়েছিল দলগত ভােট হােক আর তৃতীয় সম্প্রদায় চেয়েছিল ব্যক্তি হিসেবে অর্থাৎ মাথাপিছু ভােটাধিকার ।

hqdefault
টেনিসকোর্ট শপথ

 টেনিসকোর্ট শপথ গ্রহণের প্রেক্ষাপট

সম্রাট ষােড়শ লুই ফ্রান্সের অর্থসংকট থেকে মুক্তি পেতে জাতীয় মহাসভার ( স্টেটস্ জেনারেল ) অধিবেশন আহ্বান করেন । সভার আলােচ্য বিষয়ের পরিবর্তে জনপ্রতিনিধিদের মধ্যে তৃতীয় সম্প্রদায় মাথাপিছু ভােটাধিকারের দাবি জানানাের পাশাপাশি একটি নতুন শাসনতন্ত্র প্রবর্তন করতে চায় এবং ‘ স্টেটস্ জেনারেল ’ – কে জাতীয় পরিষদ বলে ঘােষণা করে । তাঁরা এও দাবি জানান যে , কর ধার্য করার অধিকার একমাত্র তাঁদেরই আছে ।

টেনিসকোর্ট শপথ গ্রহণের উদ্যোগ

পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যে সম্রাট ষােড়শ লুই ২০ জুন ( ১৭৮৯ খ্রি . ) অধিবেশন কক্ষে তালা ঝুলিয়ে দেন যাতে গণপ্রতিনিধিরা কক্ষে প্রবেশ করতে না পারে । ফলে ক্ষুদ্ধ গণপ্রতিনিধিরা মিরাবাে ও আবেসিয়াসের নেতৃত্বে সভাকক্ষের পাশেই টেনিস খেলার মাঠে অধিবেশন আয়ােজন করে ।

টেনিসকোর্ট শপথ গ্রহণ

টেনিস খেলার মাঠে গণপ্রতিনিধিরা শপথ গ্রহণ করে বলেন — ফ্রান্সের জন্য একটি নতুন শাসনতন্ত্র রচনা ও সুশাসন প্রবর্তন না হওয়া পর্যন্ত আমরা অধিবেশন কক্ষে সভা করব না । প্রয়ােজনে এইখানেই সভা পরিচালনা করব । এই ঘটনা টেনিস কোর্ট শপথ নামে পরিচিত । তৃতীয় সম্প্রদায়ের নেতা মিরাবাে রাজাকে সতর্ক করে দিয়ে বলেন — আমরা সাধারণ মানুষের প্রতিনিধি , আমাদের ইচ্ছার বিরুদ্ধে বহিষ্কার করা হলে বলপ্রয়ােগ করা ছাড়া , আমাদের অন্য কোনাে উপায় নেই ।

টেনিসকোর্ট শপথ গ্রহণের পরিণতি

শেষ পর্যন্ত তৃতীয় সম্প্রদায়ের দাবিগুলি , যথা —

  1. তিন সম্প্রদায়ের একত্রে অধিবেশন , 
  2. তৃতীয় সম্প্রদায়ের সদস্যদের মাথাপিছু ভােটের দাবি , 
  3. ‘ স্টেটস্ জেনারেল ’ – কে জাতীয় পরিষদ হিসেবে ঘােষণা এবং ,
  4. একটি শাসনতন্ত্র রচনার অধিকার ইত্যাদি রাজা মেনে নিতে বাধ্য হন ( ১৭৮৯ খ্রি. ২৭ জুন ) ।

উপসংহার 

টেনিস কোর্টের এই ঘটনাই ফরাসি বিপ্লবের শুরু বলে অনেকে মনে করেন। বুর্জোয়া‌ বিপ্লবের অংশরূপে টেনিস কোর্টের শপথ তৃতীয় সম্প্রদায়ের ঐক্যকে আরো সুদৃঢ় করেছিল। লেফেভরের  মতে — এরপর থেকে তৃতীয় সম্প্রদায়ের জয়যাত্রা অব্যাহত থাকে।

Leave a Reply

Your email address will not be published.

x
error: Content is protected !!