ইতিহাস

ব্যক্তি ও নাগরিক অধিকার পত্রের ঘোষণা

Contents

ব্যক্তি ও নাগরিক অধিকার পত্রের ঘোষণা

ফরাসি সংবিধান সভা মূল সংবিধান রচনার আগে ফ্রান্সের সংবিধানের ভিত্তি ও আদর্শ কী হবে তার ওপর একটা ঘােষণাপত্র লিপিবদ্ধ করে ( ১৭৮৯ খ্রি. ২৬ আগস্ট ) । এটিই ব্যক্তি ও নাগরিকের অধিকারপত্র ঘােষণা ( Declaration of the Right of Man and Citizen ) নামে খ্যাত । এটিকে ১৭৯১ খ্রিস্টাব্দের ফরাসি সংবিধানের মুখবন্ধও বলা হয়ে থাকে । ব্যক্তি ও নাগরিকের অধিকার ঘােষণাপত্রের ভিত্তি ছিল আমেরিকার স্বাধীনতার ঘোষণাপত্র, ইংল্যান্ডের বিল অব রাইটস্ এবং লক ও রুশাের দার্শনিক তত্ত্ব । জি. এফ. টেলর  পুরাতনতন্ত্রের অবসান ঘটানাের ক্ষেত্রে ব্যক্তি ও নাগরিকের অধিকারপত্র ঘােষণার ভূমিকাকে স্বীকার করে নিয়ে বলেছেন — পুরাতনতন্ত্রের স্বৈরশাসন এবং অভিজাতদের জাতকৌলীন্যকে এই ঘােষণাপত্র ইতিহাসের আবর্জনাস্তুপে নিক্ষেপ করেছিল ।

Declaration des droits de lhomme blackwhitelargeWEB.jpg1440
ফরাসি সংবিধান সভা

ব্যক্তি ও নাগরিকের অধিকারপত্র ঘােষণার প্রকৃতি 

ব্যক্তি ও নাগরিকের  ঘোষণাপত্রটি মূলত এক ইস্তাহার এবং এটি ফ্রান্সের প্রশাসনিক সংস্কার প্রকল্প নীতির বিবরণ । এই বিবরণে রয়েছে শাসনতান্ত্রিক , রাজনৈতিক , সামাজিক অধিকার প্রাপ্তির দাবি । এটি আসলে  মানবাধিকার তথা নাগরিক অধিকারের ঘােষণাপত্র । ঐতিহাসিক লেফেভরের  মতে — ঘােষণাপত্রটি ফরাসি বিপ্লবের চরিত্রের সনাতন দিকটি উদঘাটিত করে ।

ব্যক্তি ও নাগরিকের অধিকারপত্র ঘােষণার গুরুত্ব 

ব্যক্তি ও নাগরিকের অধিকার সংক্রান্ত ঘােষণাপত্রটি এক উচ্চ আদর্শের দলিলরূপে ফ্রান্স তথা বিশ্বের শাসনতান্ত্রিক ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল । এই ঘােষণাপত্রের আদর্শগুলি শুধুমাত্র ফরাসি জাতিকেই অনুপ্রেরণা জােগায়নি , নিপীড়িত বিশ্ববাসীকেও অধিকার অর্জনের জন্য মনােবল জুগিয়েছিল । এই ঘােষণাপত্রটি পুরাতনতন্ত্রের মৃত্যু ঘটিয়ে নবযুগের সংকেত দিয়েছিল । এ প্রসঙ্গে ঐতিহাসিক ওলার ( Aulard ) বলেছেন — এই ঘােষণাপত্র ছিল ‘ পুরাতনতন্ত্রের মৃত্যুর পরােয়ানা ’ (‘The Declaration was a death certificate of the Old Regime’ ) । ঐতিহাসিক কোব্যান  একে তাই ‘ নবযুগের বার্তা ’ বলে স্বাগত জানিয়েছেন ।

ব্যক্তি ও নাগরিকের অধিকারপত্র ঘোষণাপত্রের প্রতিপাদ্য বিষয়

ব্যক্তি নাগরিকের অধিকারপত্র ঘোষণায় যা বলা হয়েছিল সেগুলি হল —

  1. স্বাধীনতা ও সমানাধিকার মানুষের জন্মগত এবং তা ভোগ করার অধিকার তার রয়েছে ।
  2. জনগণের মধ্যেই রয়েছে রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা ।
  3. আইনের দৃষ্টিতে সমস্ত নাগরিক সমান । 
  4. সম্পত্তি ভােগ করার অধিকার এক পবিত্র অধিকার , যা কেড়ে নেওয়া যায় না । 
  5. আইনসম্মত কারণ ছাড়া আইনের সাহায্য না নিয়ে কোনাে ব্যক্তিকে গ্রেফতার করা বা কারাদণ্ড দেওয়া যায় না । 
  6. স্বাধীনভাবে চিন্তা , মতামত প্রকাশ করা বা ধর্ম পালন করার স্বাধীনতা রয়েছে সকলের ।
  7. করভার সমস্ত নাগরিকের ওপরই সমানভাবে বণ্টন করা হবে । 
  8. শাসনবিভাগের যে – কোনাে সরকারি কর্মচারীর কাছে হিসাব চাওয়ার অধিকার থাকবে সমাজের । 
  9. দোষী প্রমাণিত না হওয়া পর্যন্ত সকল মানুষই নিরপরাধ হিসেবে গণ্য হবে । 
  10. সকল রাজনৈতিক সংঘের লক্ষ্য হল — স্বাধীনতা , সম্পত্তি , নিরাপত্তা আর অত্যাচারের বিরুদ্ধে প্রতিরােধ ইত্যাদি  অধিকারের সংরক্ষণ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!