ফ্রান্সে শিল্প বিপ্লব আলোচনা করো
Contents
ফ্রান্সে শিল্প বিপ্লব আলোচনা করো
মার্কিন অর্থনীতিবিদ লুই ডানহাম বলেছেন , ফ্রান্সে ভিয়েনা সম্মেলন ( ১৮১৪-১৫ খ্রি. ) ও ফেব্রুয়ারি বিপ্লবের ( ১৮৪৮ খ্রি. ) মাঝামাঝি সময় শিল্পবিপ্লবের সূচনা হয় । রােস্টার – এর মতে ১৮৩০-১৮৬০ খ্রি. মধ্যবর্তী সময়ে ফ্রান্সে শিল্প বিপ্লবের বিকাশ ঘটে ।

ফ্রান্সে শিল্প বিপ্লবে ক্যালােন ও নেপােলিয়ন বােনাপার্টের ভূমিকা
ফ্রান্সের ষোড়শ লুই – এর অর্থমন্ত্রী ক্যালােনের প্রচেষ্টায় লা ক্রসের লােহা ঢালাইয়ের কারখানাটি স্থাপিত হয় । এইভাবে শিল্পায়নের সুত্রপাত ঘটলেও ক্যালােন কিন্তু ফ্রান্সে শিল্পবিপ্লব সংঘটনে ব্যর্থ হন । এরপর নেপােলিয়ন বােনাপার্ট ফ্রান্সে ব্যাংক অব ফ্রান্স গড়ে তুলে আইন ও মুদ্রা ব্যবস্থার সংস্কার সাধন করে শিল্পবিপ্লবের সহায়ক পরিবেশ তৈরি করেন ।
ফ্রান্সে শিল্প বিপ্লবে লুই ফিলিপের ভূমিকা
লুই ফিলিপের শাসনকালে ফ্রান্সের অভ্যন্তরে শুল্ক প্রাচীর গড়ে তুলে নবগঠিত দেশীয় শিল্প সংস্থাগুলিকে বৈদেশিক প্রতিযােগিতার হাত থেকে রক্ষা করা হয় । তাঁর সময়েই ফ্রান্সে বহু নতুন পাকা সড়ক এবং প্যারিস থেকে সেন্ট জার্মেইন পর্যন্ত প্রথম রেলপথ তৈরি হয় ( ১৮৩৭ খ্রি. ) ।
ফ্রান্সে শিল্প বিপ্লবে তৃতীয় নেপােলিয়নের ভূমিকা
তৃতীয় নেপােলিয়নের শাসনকাল ছিল ফ্রান্সের শিল্পায়নের উড়ানকাল । তিনি ফ্রান্সে শিল্পের উন্নতির জন্য দুটি জিনিসের ওপর জোর দেন—
- দ্রুত ও উন্নত পরিবহন ,
- সহজ শিল্প মূলধন । তাঁর আমলে রেলপথের বিস্তৃতি ১০ হাজার মাইলে গিয়ে পৌঁছােয় ।
- তিনি ‘ ক্রেডিট ফঁসিয়ার ’ ও ‘ ক্রেডিট মবিলিয়ার ’ নামে দুটি ব্যাংক প্রতিষ্ঠা করেন । ‘ ব্যাংক অব ফ্রান্স ’ – কেও তিনি ঢেলে সাজান । ফলে দিকে দিকে শিল্প কারখানা গড়ে উঠতে শুরু করে ।
ফ্রান্সে শিল্প বিপ্লবের ফলাফল
মূলত ১৮৩০ খ্রিস্টাব্দের পর থেকে ফ্রান্সে বিভিন্ন প্রকার শিল্প সংস্থা গড়ে উঠতে শুরু করে । তবে সেডানের যুদ্ধে ( ১৮৭০ খ্রি. ) পরাজয়ের পর শিল্পসমৃদ্ধ আলসাস – লােরেন জার্মানিকে ছেড়ে দিতে বাধ্য হওয়ায় ফ্রান্সের শিল্পায়ন প্রচণ্ড আঘাত পায় । তবে অচিরেই সে আঘাত কাটিয়ে ইংল্যান্ড থেকে প্রযুক্তি ও কারিগরদের এনে এবং ফরাসি বিজ্ঞানীদের দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করিয়ে শিল্পায়নের অনুকূল পরিবেশ গড়ে তোেলা হয় । লয়ার উপত্যকায় রাসায়নিক কারখানাগুলি যেমন কেন্দ্রীভূত হয় , তেমনি লায়ন্স শহর রেশম শিল্পের কেন্দ্রে পরিণত হয় । এ ছাড়া ফরাসি গন্ধদ্রব্য ও প্রসাধন দ্রব্যের খ্যাতি তো জগৎজোড়া হয়ে ওঠে । শিল্পজাত পণ্যের রপ্তানিকারী দেশ হিসেবে ইংল্যান্ডের পর স্থান পায় ফ্রান্স ।