শিল্প বিপ্লব এর সংজ্ঞা আলোচনা করো

শিল্প বিপ্লব এর সংজ্ঞা আলোচনা করো

অষ্টাদশ শতকের মাঝামাঝি সময়কালে প্রথমে ইংল্যান্ডে এবং পরে ইউরােপের অন্যান্য দেশে বৈজ্ঞানিক প্রযুক্তি ও যন্ত্রপাতিকে কাজে লাগিয়ে উৎপাদন ব্যবস্থায় যে আমূল পরিবর্তন ঘটানাে হয় , তা শিল্প বিপ্লব নামে পরিচিত । ফরাসি দার্শনিক অগাস্তে ব্লাংকিশিল্পবিপ্লব ’ কথাটি ১৮৩৭ খ্রিস্টাব্দে প্রথম ব্যবহার করেন । আর ‘ শিল্পবিপ্লব ’ শব্দটিকে জনপ্রিয় করার কৃতিত্ব আরনল্ড টয়েনবির । বিভিন্ন ঐতিহাসিক ও অর্থনীতিবিদ শিল্পবিপ্লবের বিভিন্ন সংজ্ঞা দিয়েছিলেন । তার মধ্যে উল্লেখযােগ্য কয়েকটি —

শিল্পবিপ্লব
শিল্প বিপ্লব

ফিলিস ডিন – এর সংজ্ঞা

আর্থিক ব্যবস্থার পরিবর্তন , বিজ্ঞান ও প্রযুক্তির ব্যাপক ব্যবহার এবং শিল্প সংগঠনের মাধ্যমে উৎপাদন ব্যবস্থায় যে বৈপ্লবিক পরিবর্তন আসে তাই শিল্পবিপ্লব । তিনি এ প্রসঙ্গে তিনটি ক্ষেত্রের পরিবর্তনের কথা বলেছেন । এগুলি হল — অর্থনৈতিক , প্রযুক্তিগত এবং পদ্ধতি ও মনােগত ।

ফিশার – এর সংজ্ঞা

দৈহিক শ্রমের পরিবর্তে যন্ত্রের দ্বারা শিল্পসামগ্রীর উৎপাদনকে শিল্পবিপ্লব বলা হয় ।

হার্টওয়েল – এর সংজ্ঞা

মানুষ যখন প্রাকৃতিক সম্পদকে আগের থেকে অনেক বেশি দক্ষতার সঙ্গে ব্যবহার করে মাথা পিছু উৎপাদন বাড়ায় তখন তা হল শিল্পবিপ্লবের নিদর্শন ।

সিপােলা – এর সংজ্ঞা

সংকীর্ণ প্রযুক্তিগত ও অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখলে শিল্পবিপ্লবকে একটি প্রক্রিয়ারূপে বর্ণনা করা যেতে পারে , যেখানে সমাজ প্রচুর জড় শক্তির ওপর নিয়ন্ত্রণ লাভ করে ।

এরিক হবসবম – এর সংজ্ঞা

শিল্পবিপ্লব শুধুমাত্র দ্রুত অর্থনৈতিক উন্নয়ন নয় ; এই উন্নয়ন সাধিত হয় অর্থনৈতিক ও সামাজিক পরিবর্তনের ফলে ।

Leave a Reply

Your email address will not be published.

x
error: Content is protected !!