কৈবর্ত বিদ্রোহ বা বরেন্দ্র বিদ্রোহ আলোচনা কর

কৈবর্ত বিদ্রোহ বা বরেন্দ্র বিদ্রোহ আলোচনা কর

XNkBEkADDQQou96e images 1
কৈবর্ত বিদ্রোহ

প্রথম মহীপালের মৃত্যুর পর পাল রাজ্য আবার দুর্বল হয়ে পড়ে । দ্বিতীয় মহীপালের ( ১০৭০ ৭৫ খ্রি. ) রাজত্বকালে দিব্য বা দিব্যোক – এর নেতৃত্বে কৈবৰ্তরা বিদ্রোহ করে । সন্ধ্যাকর নন্দীর ‘ রামচরিত ’ কাব্যে এই বিদ্রোহের বিবরণ লিপিবদ্ধ করা হয়েছে । তবে কৈবর্ত বিদ্রোহের কারণ সম্পর্কে মতভেদ আছে ।

( i ) একটি মত হল , বৌদ্ধধর্মাবলম্বী পালরাজারা মৎস্য হত্যা নিষিদ্ধ করেছিলেন । এতে মৎস্যজীবী কৈবর্তরা ক্ষুব্ধ হয়ে বিদ্রোহ ঘােষণা করেছিল ।

( ii ) আর – একটি মত হল যে , পালরাজা দ্বিতীয় মহীপাল ছিলেন অযােগ্য কিন্তু অত্যাচারী শাসক । তাই অতিষ্ঠ প্রজাদের আহ্বানে কৈবর্ত দিব্য এই গণবিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন । যাই হােক , বিদ্রোহীরা দ্বিতীয় মহীপালকে পরাজিত ও হত্যা করে ।

কৈবর্ত বিদ্রোহের চরিত্র সম্পর্কে তিন ধরনের ব্যাখ্যা দেখা যায় । রামপালের সভাকবি সন্ধ্যাকর নন্দীর ‘ রামচরিত ’ গ্রন্থে কৈবর্তদের রাক্ষস মাংসভুক্ত বলে অভিহিত করা হয়েছে । অন্যদিকে পালরাজাদের বৌদ্ধ ও ব্রাহ্মণ্য ধর্মাবলম্বী , আর্যরূপে চিহ্নিত করা হয়েছে । বহিরাগত শাসকদের সঙ্গে আঞ্চলিক কৈবর্ত ভূস্বামীদের সংঘর্ষকে সন্ধ্যাকর নন্দী ‘ ধর্মবিপ্লব ’ বলে অভিহিত করেছেন । কিন্তু সন্ধ্যাকর নন্দীর অভিমত গ্রহণযােগ্য নয় । দশম – একাদশ শতকে কৈবর্ত গােষ্ঠী উত্তরবঙ্গে এক প্রভাবশালী সামাজিক গােষ্ঠীরূপে বিদ্যমান ছিল । কৈবর্ত বিদ্রোহ সম্পর্কে দ্বিতীয় ব্যাখ্যাটি হল , এই বিদ্রোহ মূলত আর্থসামাজিক শােষণের বিরুদ্ধে এক প্রতিবাদী আন্দোলন । কৈবর্ত বিদ্রোহের চরিত্র সম্পর্কে তৃতীয় ব্যাখ্যাটি হল , এই বিদ্রোহ ছিল রাজনৈতিক সংঘাত । উত্তরবঙ্গে পাল রাজাদের প্রভাব সঙ্কুচিত হওয়ায় কৈবর্তরা বিকল্প রাজনৈতিক ক্ষমতা স্থাপন করতে চেয়েছিলেন ।

অতঃপর বরেন্দ্ৰীতে ( উত্তরবঙ্গ ) কৈবর্তদের স্বাধীন শাসন শুরু হয় । কিন্তু দিব্যোক নিশ্চিন্তে রাজ্য ভােগ করতে পারেননি । কিছুদিন তিনি পূর্ববঙ্গের বর্মবংশীয় রাজা জাতবর্মা ও রামপালের বিরুদ্ধে যুদ্ধ করে বরেন্দ্র রাজ্য রক্ষা করেন । নিঃসন্দেহে তিনি বেশ শক্তিশালী ছিলেন এবং বরেন্দ্রভূমিতে তাঁর প্রভুত্ব সুদৃঢ় ছিল । কিন্তু শেষ পর্যন্ত জাতবর্মা দিব্যোককে পরাস্ত করেন । দিব্যোকের মৃত্যুর পর তাঁর ভাই রুদ্রোক এবং তারপর তাঁর পুত্র ভীম বরেন্দ্রী শাসন করেন ।

Leave a Reply

Your email address will not be published.

x
error: Content is protected !!