লক্ষ্মণ সেনের কৃতিত্ব
Contents
লক্ষ্মণ সেনের কৃতিত্ব

সেন বংশের শেষ উল্লেখযােগ্য রাজা ছিলেন বল্লাল সেনের পুত্র লক্ষ্মণ সেন ( ১১৭৯-১২০৫ খ্রি. ) । সুযোদ্ধা হিসেবে তিনি সেন রাজাদের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন । তাঁর রাজত্বকালের কয়েকটি তাম্রশাসন , সভাকবিদের রচিত প্রশস্তি ও মুসলমান ঐতিহাসিক মিনাজউদ্দিনের লেখা ‘ তবকৎ – ই – নাসিরী ’ ইত্যাদি গ্রন্থ থেকে লক্ষ্মণ সেনের রাজত্বকালের সংক্ষিপ্ত পরিচয় পাওয়া যায় । তিনি গৌড়েশ্বর , অরিরাজ – মর্দনশঙ্কর , পরম বৈষ্ণব প্রভৃতি উপাধি গ্রহণ করেছিলেন ।
লক্ষ্মণ সেনের সাম্রাজ্য বিস্তার
লক্ষ্মণ সেনের আমলে বাংলার পশ্চিমে গাড়ােয়াল রাজাদের দ্রুত ক্ষমতা বিস্তার ঘটছিল । লক্ষ্মণ সেন গাড়ােয়াল রাজ্য আক্রমণ করে তাদের ক্ষমতা নাশ করেন । শিলালিপি থেকে জানা যায় যে , তিনি গৌড় , কামরূপ , কলিঙ্গকে সেন রাজ্যভুক্ত করেন । কথিত আছে , পুরী , এলাহাবাদ ও বারাণসীতে তিনি বিজয়স্তম্ভ স্থাপন করেছিলেন । তাঁর নামানুসারে রাজধানী গৌড়ের নাম হয় লক্ষ্মণাবতী । উত্তরে গৌড় , পূর্বে কামরূপ ও দক্ষিণে কলিঙ্গ জয় করে লক্ষ্মণ সেন পৈত্রিক রাজ্য অক্ষুন্ন ও সুদৃঢ় করতে সমর্থ হন । পূর্বসূরিদের তুলনায় পশ্চিমে তিনি অধিক সাফল্য অর্জন করেন এবং মগধ পর্যন্ত রাজ্য বিস্তার করতে সক্ষম হন ।
বখতিয়ার খলজির বাংলা আক্রমণ
লক্ষ্মণ সেনের আমলের উল্লেখযােগ্য ঘটনা হল তুর্কি সেনাপতি ইখতিয়ার – উদ্দিন – মহম্মদ – বিন বখতিয়ার খলজির আক্রমণ । বখতিয়ার খলজির অতর্কিত আক্রমণের বিরুদ্ধে প্রতিরােধ গড়ে তুলতে ব্যর্থ হয়ে গােপনে তিনি পূর্ববঙ্গে পালিয়ে যান । লক্ষ্মণ সেনের এই ব্যর্থতা সম্পর্কে বলা হয় জাতিভেদ , কৌলীন্য প্রথা , ব্রাহ্মণ্য ধর্মের পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা , একটি উচ্চবিত্ত এবং সুবিধাভােগী সম্প্রদায়ের সৃষ্টি বাংলার জাতীয় সংহতিকে ধ্বংস করে । লক্ষণ সেনকে তার ফল ভােগ করতে হয় । এর পরেও চার বছর লক্ষ্মণ সেন পূর্ববঙ্গে রাজত্ব করেন । তাঁর মৃত্যুর পর সেন বংশ দুর্বল হয়ে পড়ে । ১২৬০ খ্রিস্টাব্দে বাংলা দেশে সেন – শাসনের চূড়ান্ত অবসান ঘটে ।
সংস্কৃতির পৃষ্ঠপােষকতা
বল্লাল সেনের মতাে লক্ষ্মণ সেনও বিদ্যোৎসাহী ও সাহিত্যানুরাগী ছিলেন । ধর্ম ও শাস্ত্র চর্চায় তিনি পিতার উপযুক্ত পুত্র ছিলেন । গীতগােবিন্দের রচয়িতা জয়দেব , ‘ পবন দূত ’ প্রণেতা ধােয়ী , ধর্মশাস্ত্রজ্ঞ হলায়ুধ প্রমুখ পণ্ডিতরা তাঁর রাজসভা অলঙ্কৃত করেন । পিতা বল্লাল সেনের অর্ধ সমাপ্ত ‘ অদ্ভুতসাগর ‘ গ্রন্থটি তিনি সম্পূর্ণ করেন ।