প্রথম রাজ রাজ -এর কৃতিত্ব
প্রথম রাজ রাজ -এর কৃতিত্ব

চোল বংশের অন্যতম শ্রেষ্ঠ শাসক ছিলেন প্রথম রাজরাজ । ‘ তাঞ্জোর লিপি ’ থেকে রাজরাজের সামরিক অভিযানের সম্পূর্ণ তথ্য পাওয়া যায় ।
প্রথম রাজরাজ -এর রাজ্যবিস্তার
প্রথম রাজরাজ তাঁর শাসনকালের প্রথমদিকে ত্রিবান্দ্রামের নিকট চেরগণকে পরাজিত করেন । তারপর পাণ্ড্যদের পরাজিত করে তিনি মাদুরা দখল করেন । চালুক্যদের পরাজিত করে বেঙ্গিও তিনি নিজ সাম্রাজ্যভুক্ত করেন । তাঁর অন্যতম কীর্তি ছিল শক্তিশালী চোল নৌবাহিনীর প্রতিষ্ঠা । এর সাহায্যে তিনি সিংহলের উত্তরাংশ দখল করেন এবং অনুরাধাপুরে চোল – অধিকৃত সিংহলের রাজধানী স্থাপন করেন । সিংহলে প্রাপ্ত শিলালিপি থেকে অনুমান করা হয় তিনি প্রাচীন ‘ দ্বাদশ সহস্র দ্বীপপুঞ্জে ’ নৌ – অভিযান চালিয়েছিলেন । বর্তমান ঐতিহাসিকরা ‘ দ্বাদশ সহস্র দ্বীপপুঞ্জ ’ বলতে বর্তমান মালদ্বীপ ও লাক্ষাদ্বীপ অঞ্চলকে নির্দিষ্ট করেছেন । সুমাত্রার রাজা শ্রীবিজয়ের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল । মালদ্বীপ থেকে আরব ব্যবসায়ীদের উৎখাত করার জন্যই সেখানে নৌ – অভিযান চালানাে হয় । কল্যাণের চালুক্য , বেঙ্গির চালুক্য , মহীশূরের কুর্গ ও কলিঙ্গ রাজ্য তাঁর হাতে পরাজিত হয় ।
সংস্কৃতির পৃষ্ঠপােষকতা
শিল্প – স্থাপত্য ও সাহিত্যের প্রতিও তাঁর গভীর অনুরাগ ছিল । শৈবধর্মাবলম্বী হলেও অন্যান্য ধর্মের প্রতি তিনি শ্রদ্ধাবান ছিলেন । তাঞ্জোরের সুবিখ্যাত রাজরাজেশ্বর মন্দির তাঁরই অনন্য কীর্তি । এই মন্দিরটির দেয়ালেই তাঁর প্রধান প্রধান বিজয় অভিযানগুলির কাহিনি খােদিত আছে , যেগুলি ছাড়া তাঁর সম্পর্কে এত বিস্তৃতভাবে সবকিছু জানা সম্ভব ছিল না ।