ইতিহাস

দ্বিতীয় চন্দ্রগুপ্তের কৃতিত্ব

Contents

দ্বিতীয় চন্দ্রগুপ্তের কৃতিত্ব

পিতা সমুদ্রগুপ্তের মৃত্যুর পর ৩৮০ খ্রিস্টাব্দে দ্বিতীয় চন্দ্রগুপ্ত সিংহাসনে আরােহণ করেন । যােদ্ধা ও শাসক হিসেবে তিনি বিশেষ কৃতিত্ব দেখান ।

330px Two Gold coins of Chandragupta II
দ্বিতীয় চন্দ্রগুপ্তের মুদ্রা

বৈবাহিক সম্পর্ক স্থাপন দ্বারা রাজ্য বিস্তার

ঐতিহাসিক ড. রায়চৌধুরী  বলেছেন , “ দ্বিতীয় চন্দ্রগুপ্ত তাঁর বিবাহনীতিকে সাম্রাজ্য সম্প্রসারণ ও ক্ষমতা বৃদ্ধির স্বার্থে ব্যবহার করেন ” ; নিজে নাগবংশীয় রাজকন্যা কুবেরনাগকে বিবাহ করেন ; নিজ কন্যা প্রভাবতীর সঙ্গে বাকাটকরাজ রুদ্রসেনের বিবাহ দেন ; কুন্তলের কদম্ববংশীয় কাকুৎস বর্মনের কন্যাকে পুত্রবধূরূপে বরণ করেন । ঐতিহাসিক স্মিথ বলেছেন যে , বৈবাহিক সম্বন্ধ নীতি তাঁর সাম্রাজ্যের ভিতকে দৃঢ় করেছিল ।

শকদের বিরুদ্ধে জয়লাভ

তিনি শকদের বিরুদ্ধে দীর্ঘস্থায়ী যুদ্ধে লিপ্ত হয়েছিলেন এবং মালব , গুজরাট ও কাথিয়াবাড় অঞ্চল থেকে শকদের বিতাড়ণ করেছিলেন । তিনি শক শাসক রুদ্রসেনকে পরাজিত ও নিহত করে তার সাম্রাজ্য গুপ্ত সাম্রাজ্যভুক্ত করেছিলেন । এর ফলে পূর্বে বঙ্গোপসাগর থেকে পশ্চিমে আরব সাগর পর্যন্ত গুপ্ত সাম্রাজ্য বিস্তার লাভ করেছিল ।

সুশাসন প্রবর্তন

সুদক্ষ শাসক দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে প্রজারা সুখে , শান্তিতে ছিল বলে ফা হিয়েনের বিবরণ থেকে জানা যায় । ফা হিয়েন বলেছেন যে , তখন দায়িত্বশীল রাজকর্মচারীরা রাজ্য শাসন করত । তাঁর শাসনব্যবস্থার উল্লেখযােগ্য বৈশিষ্ট্য ছিল সাম্রাজ্যের শান্তিশৃঙ্খলা ও অর্থনৈতিক উন্নতি ।

ধর্মনিরপেক্ষতা

তিনি ছিলেন পরধর্মসহিষ্ণু সম্রাট । তিনি নিজে বৈষ্ণব ধর্মাবলম্বী ছিলেন , কিন্তু অন্য ধর্মের প্রতিও তিনি উদার মনােভাবের পরিচয় দিয়েছেন । বৌদ্ধ পরিব্রাজক ফা হিয়েন তাঁর পৃষ্ঠপােষকতা লাভ করেন ।

সংস্কৃতির পৃষ্ঠপােষক

দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে সাহিত্য – সংস্কৃতির অভূতপূর্ব বিকাশ ঘটেছিল । শিল্প , কলা , সংস্কৃতি প্রভৃতি বিষয়ে পারদর্শী নয়জন ব্যক্তি তাঁর রাজসভা অলংকৃত করেছিলেন । এঁরা নবরত্ন নামে পরিচিত ।

উপরিউক্ত আলােচনার পরিপ্রেক্ষিতে এ কথা নিঃসন্দেহে বলা যায় যে , সমুদ্রগুপ্তের মতাে সামরিক প্রতিভার অধিকারী না হয়েও তিনি যথেষ্ট খ্যাতি অর্জন করেছিলেন । গুপ্ত সাম্রাজ্যের স্থিতাবস্থা ও শান্তিশৃঙ্খলার দরুন তাঁর সময়ে সাম্রাজ্যের ভিত্তি সুদৃঢ় হয়েছিল ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!