ইতিহাস

সাতবাহন রাজাদের কৃতিত্ব

Contents

সাতবাহন রাজাদের কৃতিত্ব

তিনশাে বছরব্যাপী সাতবাহন শাসনকাল ভারত – ইতিহাসে নানা দিক দিয়ে গুরুত্বপূর্ণ ।

index 31
সাতবাহন সাম্রাজ্য

দাক্ষিণাত্যে রাষ্ট্রীয় ঐক্য স্থাপন ও ভারতীয় সংস্কৃতির ধারাবাহিকতা রক্ষা

দক্ষিণ ভারতে প্রথম রাষ্ট্রীয় ঐক্য গড়ে তুলেছিলেন সাতবাহন রাজারাই । শক , পহ্লব প্রভৃতি বিদেশি জাতির আক্রমণ থেকে দক্ষিণ ভারতকে মুক্ত রেখে ভারতীয় সংস্কৃতির ধারাবাহিকতা রক্ষা করেছিলেন ।

দাক্ষিণাত্যে আর্য ও অনার্য সংস্কৃতির সমন্বয়

মৌর্য সম্রাট অশােকের মৃত্যুর পর দক্ষিণ ভারত থেকে মুছে যাওয়া আর্য সংস্কৃতির পুনঃস্থাপনে সাতবাহন রাজাদের বিশেষ ভূমিকা ছিল । আর্য ও দ্রাবিড় সভ্যতার সমন্বয়ে দক্ষিণ ভারতে এক অখণ্ড ভারত – সংস্কৃতির উদ্ভবেও তাঁদের ভূমিকা ছিল উল্লেখযােগ্য ।

নগর সভ্যতার রূপান্তর

সাতবাহন রাজাদের উদ্যোগে শিল্পজাত পণ্যের ব্যাপক উৎপাদন , উপনিবেশ স্থাপন এবং ব্যাবসাবাণিজ্যের প্রসারের ফলে সাতবাহন সাম্রাজ্যে নগরজীবনের অভূতপূর্ব বিকাশ ঘটে । প্রাচীন নগরগুলির সম্প্রসারণ ও নতুন নতুন নগরের প্রতিষ্ঠা দক্ষিণ ভারতে নগরজীবনের রূপান্তর ঘটায় ।

শিল্প – সংস্কৃতির বিকাশ

রাজধানী পৈঠান বা প্রতিষ্ঠানকে সংস্কৃতির কেন্দ্র হিসেবে গড়ে তুলেছিলেন সাতবাহন রাজারা । সাতবাহন আমলে অমরাবতী , গােলি ও নাগার্জুনকোণ্ডায় নির্মিত স্তূপ ও চৈত্যগুলি দক্ষিণ ভারতীয় শিল্পকলার অনুপম নিদর্শন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!