ইতিহাস

সম্রাট অশোকের ধর্ম

সম্রাট অশোকের ধর্ম

images 15
সম্রাট অশোকের ধর্ম

হিন্দু ও বৌদ্ধ ভাবধারার ওপর প্রতিষ্ঠিত ‘ ধম্ম ’ ছিল সম্রাট অশােকের নিজস্ব উদ্ভাবন । এটি ছিল নৈতিক ও সামাজিক আচরণবিধির সমন্বয় যাতে প্রাণীজগতের প্রতি করুণা প্রদর্শনের নীতিও যুক্ত ছিল । ব্যক্তিজীবনকে পরিশুদ্ধ করে তােলা এবং সমাজজীবনে ঐক্য ও সংহতি রক্ষার মহান উদ্দেশ্য নিয়ে অশােক গড়ে তুলেছিলেন তাঁর ‘ ধন্ম ’। মাস্কিলিপিতে অশােক সর্বপ্রথম ‘ ধম্ম ’ শব্দটি ব্যবহার করেন ।

ব্যক্তি জীবন পরিশুদ্ধির জন্য ‘ ধন্ম ’ নির্দেশিত পালনীয় বিধি

ব্যক্তি জীবনের পরিশুদ্ধির জন্য অশােকের ‘ ধম্মে ( i ) দয়া , ( ii ) দান , ( iii ) সত্য , ( iv ) শুচি , ( v ) ভদ্রতা , ( vi ) সৎকাজ , ( vii ) সংযম ও ( Viii ) কৃতজ্ঞতা — এই আটটি গুণের অনুশীলনের কথা বলা হয়েছে । এ ছাড়া , ( i ) প্রাণী হত্যা থেকে বিরত থাকা , ( ii ) প্রাণীর ক্ষতি না করা , ( iit ) বাবা – মায়ের প্রতি শ্রদ্ধা প্রদর্শন , ( iv ) বয়ােজ্যেষ্ঠদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন , ( v ) গুরুর প্রতি শ্রদ্ধা প্রদর্শন , ( vi ) ব্রাহ্মণ , শ্রমণ , আত্মীয় ও বন্ধুদের সঙ্গে সদ্ব্যবহার , ( vii ) স্বল্প ব্যয় ও ( viii ) স্বল্প সঞ্চয় — এই আটটি কর্তব্যকর্ম পালনেরও নির্দেশ দেওয়া হয়েছে অশােকের ধম্মে ।

সমাজজীবনে সংহতি রক্ষায় ‘ ধম্ম ’ নির্দেশিত পালনীয় বিধি 

সমাজ জীবনে সংহতি ও ঐক্য রক্ষায় অশােক পরধর্মসহিষ্ণুতার অনুশীলন , বিভিন্ন ধর্ম সম্প্রদায়ভুক্ত ব্যক্তিদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবােধ গড়ে তুলতে একে অন্যের ধর্মশাস্ত্র পাঠ ও বাকসংযম প্রদর্শন এবং সমাজ ও গােষ্ঠী উৎসবে জীবহত্যা বন্ধ করার নির্দেশ দিয়েছিলেন । অশােক ঘােষণা করেছিলেন তাঁর ‘ ধম্ম ’ মেনে চললে মানুষ স্বর্গলাভ করবে । 

One thought on “সম্রাট অশোকের ধর্ম

  • Debraj

    YOU are a beautiful

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!