ইতিহাস

সম্রাট অশোকের ধর্ম বিজয় নীতি

সম্রাট অশোকের ধর্ম বিজয় নীতি

images 13
অশোক স্তম্ভ

এইচ. জি. ওয়েলস – এর মতে , অশােকের উদ্যোগে গাঙ্গেয় অঞ্চলে প্রচারিত একটি ধর্মমত বিশ্বজনীন ধর্মে পরিণত হয় । ধর্মপ্রচারের জন্য অশােক নিম্নলিখিত – ব্যবস্থা নেন ।

( i ) দেশের গুরুত্বপূর্ণ স্থানে স্তম্ভ নির্মাণ করে তিনি ধর্মের বাণী খােদাই করে দেন ।

( ii ) জনগণ যাতে সহজে পড়তে পারে সেজন্য তিনি কথ্য ভাষা ব্যবহার করেন ।

( iii ) পর্বতগাত্রেও ধর্মের কথা লিপিবদ্ধ করে রাখেন ।

( iv ) অশােক ধর্মমহামাত্র নামক বিশেষ কর্মচারীমণ্ডলী নিয়ােগ করেন । তাঁদের প্রধান কাজ ছিল বিভিন্ন ধর্ম – সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি রক্ষা করা ।

( v ) বিভিন্ন প্রকার অলৌকিক দৃশ্য প্রদর্শন করে তিনি মানুষকে ধর্মমুখী করতে চেষ্টা করেন ।

( vi ) তৃতীয় বৌদ্ধসংগীতির পর অশােক দেশের নানা অঞ্চলে ধর্মদূত প্রেরণ করেন । কাশ্মীরে পাঠান শ্রমণ মজঝান্তিককে , মজঝিমকে হিমালয় অঞ্চলে , মহাদেবকে মহিষমণ্ডলে ( কর্ণাটকে ) , রক্ষিতকে বনবাসি বা কর্ণাটকের উত্তরাঞ্চলে ।

( vii ) ভারতের বাইরেও তিনি ধর্মপ্রচারে উদ্যোগী হন । ধর্মের বাণী বহন করে সিংহলে যান তাঁর পুত্র মহেন্দ্র ও কন্যা সংঘমিত্রা এবং অপর পুত্র কুনাল যান মধ্য এশিয়ায় । ব্ৰহ্মদেশে পাঠানাে হয় শােনউত্তর নামক দুজনকে । সিরিয়া , মিশর , ম্যাসিডন প্রভৃতি রাজার দরবারে মহারক্ষিতকে পাঠানাে হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!