ইতিহাস

অশোকের জনকল্যাণমূলক কর্মসূচি

অশোকের জনকল্যাণমূলক কর্মসূচি

images 12
সম্রাট অশােক

ভারত – ইতিহাসে অশােকই প্রথম সম্রাট যিনি এক প্রজাকল্যাণকামী রাষ্ট্রব‍্যবস্থার ( welfare state ) প্রতিষ্ঠা করেছিলেন । ‘ প্রজার প্রতি রাজার কোনাে দায়বদ্ধতা নেই ’ – কৌটিল্যর অর্থশাস্ত্রে তৎকালীন রাজাদর্শের এই উদ্ধত ঘােষণা সত্ত্বেও অশােক প্রজাদের প্রতি তাঁর দায়িত্বকে অস্বীকার করেননি । তাঁর পক্ষে তাই বলা সম্ভবপর হয়েছিল , ‘ সবে মুনিষে পজা মমা ’ — ‘ সব মানুষই আমার সন্তান ’। প্রজাকল্যাণের উদ্দেশ্যে অশােক বিবিধ ব্যবস্থা অবলম্বন করেছিলেন , যেমন—

জনকল্যাণের জন্য কর্মচারী নিয়োেগ

( i ) প্রাদেশিক শাসনকর্তাদের অত্যাচার ও অবিচারের হাত থেকে প্রজাদের রক্ষার উদ্দেশ্যে নিযুক্ত হয়েছিল মহামাত্র নামে কর্মচারী ।

( ii ) রাজুক নামক কর্মচারীদের দায়িত্ব ছিল প্রজাদের অভাব – অভিযােগের প্রতিকার করা ।

( iii ) প্রজাদের ধর্মপথে পরিচালনা করার উদ্দেশ্যে নিযুক্ত হয়েছিল ধর্মমহামাত্রধর্মযুত নামে দুই শ্রেণির কর্মচারী ।

জনকল্যাণমূলক কার্যাবলি গ্রহণ

( i ) প্রজাদের খোঁজখবর নেওয়ার জন্য অশােক যুত , রাজুকমহামাত্রদের প্রতি তিনবছর বা পাঁচবছর অন্তর রাজ্য পরিক্রমা করার নির্দেশ দেন । 

( ii ) রাজপথ নির্মাণ , পথের পাশে বৃক্ষরােপণ , কূপখনন , পান্থশালা নির্মাণ , মানুষ ও পশুদের জন্য চিকিৎসালয় স্থাপন এবং সাম্রাজ্যের বিভিন্ন স্থানে ওষধি চারারােপণ করা হয় ।

( iii ) দরিদ্র প্রজাদের জন্য সরকারি ত্রাণের বন্দোবস্ত করা হয় ।

( iv ) সম্রাটের অভিষেকবার্ষিকীতে কারাগার থেকে বন্দি – মুক্তি ও মৃত্যুদণ্ডজ্ঞাপ্রাপ্ত কয়েদিদের দণ্ডাদেশের বিরুদ্ধে আপিলের সুযােগ দান ; দণ্ডসমতা ও ব্যবহারসমতার প্রবর্তন ; ফৌজদারি দণ্ডবিধির কঠোরতা হ্রাস ইত্যাদির ব্যবস্থা হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!