ইতিহাস

কলিঙ্গ যুদ্ধের কারণ

কলিঙ্গ যুদ্ধের কারণ

index 30
কলিঙ্গ যুদ্ধ

আজকের কটক , পুরী ও গঞ্জাম জেলা নিয়ে গঠিত সেকালের কলিঙ্গ রাজ্যের বিরুদ্ধে সম্রাট অশােক তাঁর রাজত্বের নবম ( মতান্তরে অষ্টম ) বছরে যুদ্ধ ( ২৬১-২৬০ খ্রি. পূ. ) ঘােষণা করেন । অশােকের এই যুদ্ধ ঘােষণার মূলে ছিল রাজনৈতিক ও অর্থনৈতিক উদ্দেশ্যপূরণের লক্ষ্য ।

কলিঙ্গ যুদ্ধের রাজনৈতিক উদ্দেশ্য

( i ) নন্দ রাজাদের আমলে কলিঙ্গ মগধ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল , কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্যের সময় কলিঙ্গ মৌর্য সাম্রাজ্য থেকে নিজেকে বিচ্ছিন্ন করে নেয় । মৌর্য সাম্রাজ্য থেকে কলিঙ্গের এই বিচ্ছিন্নতা অশােক মেনে নিতে পারেননি । কলিঙ্গের ওপর তাই মগধের যৌক্তিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে অশােক কলিঙ্গ আক্রমণ করেন ।

( ii ) মৌর্য সাম্রাজ্যের সীমান্তে অবস্থিত স্বাধীন কলিঙ্গ রাজ্যের উত্তরােত্তর সামরিক শক্তিবৃদ্ধি মৌর্য সাম্রাজ্যের নিরাপত্তার পক্ষে গভীর আশঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছিল । মৌর্য সম্রাট বিন্দুসারের রাজত্বকালে কলিঙ্গ দক্ষিণের চোল ও পাণ্ড্য রাজ্যের সঙ্গে হাত মিলিয়ে মৌর্য সাম্রাজ্য – বিরােধী জোট গড়ে তুলেছিল । ফলে দক্ষিণে মৌর্য সাম্রাজ্যের অন্তর্গত অঞ্চল অন্ধ্র উত্তরে কলিঙ্গ এবং দক্ষিণে চোল ও পাণ্ড্য রাজ্যের দ্বারা বেষ্টিত হয়ে পড়ে । অন্ধ্রের নিরাপত্তার স্বার্থে অশােক তাই কলিঙ্গ জয়ের সিদ্ধান্ত নেন ।

( iii ) পাটলিপুত্র থেকে দক্ষিণ ভারতে যাওয়ার জল ও স্থলপথগুলি কলিঙ্গের মধ্যে দিয়ে যাওয়ায় দক্ষিণ ভারতের সঙ্গে সংযােগ বজায় রাখার স্বার্থেও অশােকের পক্ষে কলিঙ্গ জয় করা জরুরি হয়ে পড়ে । ঐতিহাসিক রােমিলা থাপারের  মতে , অশােকের কলিঙ্গ আক্রমণের এটিই ছিল প্রধান কারণ

কলিঙ্গ যুদ্ধের অর্থনৈতিক উদ্দেশ্য

সেই সময়ে সিংহল ও দক্ষিণ – পূর্ব এশিয়ার দেশগুলির সঙ্গে মগধের বাণিজ্যে কলিঙ্গ প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়িয়েছিল । সমুদ্র বাণিজ্যে মগধের নিরঙ্কুশ আধিপত্য প্রতিষ্ঠার লক্ষ্যেও অশােককে কলিঙ্গের স্বাধীন অস্তিত্বলােপের কথা ভাবতে হয়েছিল । 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!