ইতিহাস

কলিঙ্গ যুদ্ধের প্রভাব বা ফলাফল

কলিঙ্গ যুদ্ধের প্রভাব বা ফলাফল

index 28
কলিঙ্গ যুদ্ধ

ত্রয়ােদশ শিলালিপি থেকে আমরা অশােকের জীবন ও রাষ্ট্রনীতির ওপর কলিঙ্গ যুদ্ধের প্রভাবের কথা জানতে পারি ।

( i ) কলিঙ্গ যুদ্ধের বীভৎস হত্যালীলা ও রক্তপাত অশােকের মনে গভীর অনুশােচনার জাগায় । মানসিক শান্তিলাভের জন্য অশােক উপগুপ্ত নামে জনৈক বৌদ্ধ ভিক্ষুর কাছে গৌতম বুদ্ধের অহিংসামন্ত্রে দীক্ষিত হন এবং বিহারযাত্রা বা রাজকীয় শিকার যাত্রার পরিবর্তে ধমর্যাত্রার নীতি নেন ।

( ii ) তিনি অভ্যন্তরীণ ক্ষেত্রে যুদ্ধনীতির অবসান ঘটান এবং প্রজাকল্যাণকে তাঁর জীবনের আদর্শে পরিণত করেন । রাজপথ নির্মাণ , ছায়াতরু রােপণ , পান্থশালা নির্মাণ , কূপ খনন , মানুষ ও পশুর জন্য চিকিৎসালয় স্থাপন প্রভৃতি জনকল্যাণমূলক কার্যক্রম গ্রহণ করেন , প্রজাদের ইহলৌকিক ও পারলৌকিক উন্নতি বিধানের জন্য নিযুক্ত হয় ধর্মমহামাত্র , রাজুক , যুত প্রভৃতি কর্মচারী ।

( iii ) যুদ্ধের মাধ্যমে পররাজ্য গ্রাস নয় ; শান্তি , মৈত্রী ও সৌভ্রাতৃত্বের মাধ্যমে প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক গড়ে তােলার নীতি গ্রহণ করেন ।

কিন্তু রােমিলা থাপারের  মন্তব্য , কলিঙ্গ যুদ্ধ অশােককে যেমন শান্তিবাদী শাসকে পরিণত করেনি , তেমনই তাঁর মতাদর্শেও কোনাে পরিবর্তন আনতে পারেনি । বৌদ্ধধর্মের অহিংসা মন্ত্রের প্রতি আনুগত্যবশত নয় , মৌর্য সাম্রাজ্য বিস্তৃতির চরম সীমা ছুঁয়েছিল বলে তিনি যুদ্ধনীতি ত্যাগ করেছিলেন । 

বনগার্ড লেভিনের  মতে , কলিঙ্গ যুদ্ধ অশােককে কোনাে স্বপ্নবিলাসী , অহিংস শাসকে পরিণত করেনি , ঐক্যবদ্ধ মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠার লক্ষ্য থেকে কোনাে কিছুই তাঁকে বিচ্যুত করতে পারেনি । 

ডি. ডি. কোশাম্বীর  মতে , মৌর্যযুগের কৃষিভিত্তিক অর্থনীতিকে সবল করে তােলার লক্ষ্যে অশােক যুদ্ধ ত্যাগ করে শান্তিবাদী নীতি গ্রহণ করেছিলেন । 

উপরিউক্ত বিরােধী বক্তব্যের সারবত্তা আছে এ কথা স্বীকার করে নিয়েও বলতে হয় , অশােকের ব্যক্তিজীবন ও রাষ্ট্রনীতি কলিঙ্গ যুদ্ধের দ্বারা অতি অবশ্যই প্রভাবিত হয়েছিল ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!