ষোড়শ মহাজনপদ
ষোড়শ মহাজনপদ

খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীকে ভারতে রাজনৈতিক ইতিহাসের সূচনা পর্ব ধরা হয় । এই যুগকে ‘ ষােড়শ মহাজনপদের যুগ ’ বলা হয় । ‘ মহাজনপদ ’ শব্দের অর্থ ‘ বৃহৎ রাজ্য ’। বৌদ্ধ গ্রন্থ ‘ অঙ্গুত্তর নিকায় ’ , জৈন গ্রন্থ ‘ ভগবতী সূত্র ’ এবং ‘ পুরাণ ’ থেকে ষোড়শ মহাজনপদের কথা জানা যায় । তবে ঐতিহাসিকরা ‘ অঙ্গুত্তর নিকায় ’ এর তালিকাকে অধিকতর গ্রহণযােগ্য মনে করেছেন ।
ষোড়শ মহাজনপদের ভৌগােলিক অবস্থান
ষোড়শ মহাজনপদগুলির ভৌগােলিক অবস্থান ইল উত্তর – পশ্চিমে কাবুল থেকে দাক্ষিণাত্যের গােদাবরী নদী পর্যন্ত । এগুলির পরিচয় নীচে দেওয়া হল—
মহাজনপদের নাম : কাশী
রাজধানী : বারাণসী
বর্তমান অবস্থান : বেনারস ও তার পার্শ্ববর্তী অঞ্চল
মহাজনপদের নাম : কোশল
রাজধানী : শ্রাবস্তী
বর্তমান অবস্থান : অযােধ্যা
মহাজনপদের নাম : অঙ্গ
রাজধানী : চম্পা
বর্তমান অবস্থান : ভাগলপুর ও বিহারের কিছু অংশ
মহাজনপদের নাম : মগধ
রাজধানী : প্রথমে গিরিব্রজ পরবর্তীকালে বৈশালী এবং শেষে পাটলিপুত্র
বর্তমান অবস্থান : পাটনা ও গয়া জেলা
মহাজনপদের নাম : বৃজি
রাজধানী : বৈশালী
বর্তমান অবস্থান : মজঃফরপুর
মহাজনপদের নাম : মল্ল বা মালব
রাজধানী : কুশীনারা ও পাবা
বর্তমান অবস্থান : উত্তরপ্রদেশের গােরক্ষপুর জেলায়
মহাজনপদের নাম : চেদী
রাজধানী : শুক্তি মতি
বর্তমান অবস্থান : বুন্দেলখণ্ড ও তার পার্শ্ববর্তী অঞ্চল
মহাজনপদের নাম : বৎস বা বংশ
রাজধানী : কৌশাম্বী
বর্তমান অবস্থান : এলাহাবাদ ও তার পার্শ্ববর্তী অঞ্চল
মহাজনপদের নাম : কুরু
রাজধানী : ইন্দ্রপ্রস্থ
বর্তমান অবস্থান : দিল্লি ও তার পার্শ্ববর্তী অঞ্চল
মহাজনপদের নাম : পাঞ্চাল
রাজধানী : উত্তরভাগের অহিছত্র , দক্ষিণভাগের কাম্পিল্য
বর্তমান অবস্থান : রােহিলখণ্ড ও মধ্যভাগের দোয়াব অঞ্চলের কিছু অংশ
মহাজনপদের নাম : মৎস
রাজধানী : বিরাটনগর
বর্তমান অবস্থান : জয়পুর , আলােয়ার ও ভরতপুরের কিছু অংশ
মহাজনপদের নাম : শুরসেন
রাজধানী : মথুরা
বর্তমান অবস্থান : যমুনানদীর তীরবর্তী অঞ্চল
মহাজনপদের নাম : অস্মক
রাজধানী : পােটান বা পেটালি
বর্তমান অবস্থান : গােদাবরী নদীর তীরবর্তী অঞ্চল
মহাজনপদের নাম : অবন্তী
রাজধানী : উত্তরাংশের উজ্জয়িনী , দক্ষিণাংশের মহিষ্মতী
বর্তমান অবস্থান : মধ্যভারতে বিন্ধ্য পর্বতের উত্তর ও দক্ষিণাংশ নিয়ে
মহাজনপদের নাম : গান্ধার
রাজধানী : তক্ষশীলা
বর্তমান অবস্থান : রাওয়ালপিন্ডি ও কাশ্মীর উপত্যকা
মহাজনপদের নাম : কম্বােজ
রাজধানী : রাজপুর
বর্তমান অবস্থান : ভারতের উত্তর – পশ্চিমাঞ্চলে গান্ধারের সংলগ্ন অঞ্চল এবং পাকিস্তানের হাজারা জেলা ।
মহাজনপদগুলির ভৌগােলিক বণ্টন লক্ষ করলে দেখা যায় এগুলির অধিকাংশই ছিল বিহার , উত্তরপ্রদেশ ও মধ্য ভারতে ; দক্ষিণ ভারতে অশ্মক ছাড়া আর কোনাে মহাজনপদ ছিল না । আরও লক্ষণীয় , সেইসময়ে রাজনৈতিক স্নায়ুকেন্দ্র ক্রমশ সরে আসছিল উত্তর ও উত্তর – পশ্চিম ভারত থেকে পূর্ব ভারতের দিকে ।
ষােড়শ মহাজনপদের বৈশিষ্ট্য
( i ) মহাজনপদগুলির মধ্যে তেরােটি ছিল রাজতন্ত্র শাসিত , বাকি তিনটি বৃজি , কম্বােজ ও মল্ল ছিল গণরাজ্য ।
( ii ) মহাজনপদগুলি ছিল পরস্পর বিবাদমান ।
( iii ) মহাজনপদের শাসকরা সাম্রাজ্যবাদী মনােভাবাপন্ন ছিলেন । কোশল , বৎস , অবন্তী ও মগধ অন্যান্য রাজ্য গ্রাস করে শক্তিশালী রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে । শেষ পর্যন্ত দীর্ঘস্থায়ী রাজনৈতিক দ্বন্দ্বে মগধ জয়লাভ করে এবং একটি অখণ্ড সাম্রাজ্য প্রতিষ্ঠার লক্ষ্যে অগ্রসর হয় ।