ইতিহাস

মৌর্য সাম্রাজ্যের পতনের কারণ গুলি কি কি

Contents

মৌর্য সাম্রাজ্যের পতনের কারণ গুলি কি কি

অশােকের মৃত্যুর পঞ্চাশ বছরের মধ্যেই মৌর্য সাম্রাজ্য ভেঙে পড়ে । মৌর্য সাম্রাজ্যের পতনের মূলে নিম্নলিখিত কারণগুলি কাজ করেছিল—

index 24
মৌর্য সাম্রাজ্য

ব্রাহ্মণ শ্রেণির ক্ষোভ 

ধম্ম ’ নীতির প্রয়ােগ দ্বারা পশুবলি নিষিদ্ধকরণ , সকলের ক্ষেত্রে দণ্ডসমতা ও ব্যবহারসমতা নীতির প্রয়ােগ এবং ধর্মমহামাত্র নামক কর্মচারী নিয়োগ — সম্রাট অশােক গৃহীত এইসব ব্যবস্থাদি ব্রাহ্মণ সম্প্রদায়ের সম্মান ও মর্যাদা এবং বৃত্তিগত অধিকারকে ক্ষুন্ন করেছিল । এতে ব্রাহ্মণরা ক্ষুদ্ধ হয় ।

অশােক অনুসৃত অহিংস নীতি

অশােক তাঁর অহিংস নীতির কারণে যুদ্ধ ত্যাগ করে সেনাবাহিনীকে দুর্বল করে তােলেন , ফলে তাঁর সেনাবাহিনী অভ্যন্তরীণ বিদ্রোহ ও বিদেশি শত্রুর আক্রমণ রােধে ব্যর্থ হয় । ঐতিহাসিক এইচ. সি. রায়চৌধুরির  মতে , এইভাবে অশােকের অহিংস নীতি মৌর্য সাম্রাজ্যের পতনের অন্যতম কারণ হয়ে দাঁড়ায় ।

সাম্রাজ্যের বিশালতা ও প্রশাসনিক দুর্বলতা

বিশাল সাম্রাজ্যকে কেন্দ্রীয় প্রশাসন ঠিকমতাে নিয়ন্ত্রণ করতে পারত না । ফলে আঞ্চলিক বিচ্ছিন্নতা বৃদ্ধি পায় । আমলাতন্ত্র ছিল কেন্দ্রের নিয়ন্ত্রণে । তাদের আনুগত্য ছিল রাজার প্রতি । রাজার পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমলাদেরও পরিবর্তন ঘটত । ফলে রাষ্ট্রের প্রশাসনিক ভিত্তি দুর্বল ছিল ।

অর্থনৈতিক সংকট

অশােকের জনকল্যাণমূলক কর্মকাণ্ডে , স্তম্ভ নির্মাণে এবং মৌর্য সামরিক বাহিনী ও কর্মচারীদের বেতনখাতে বিপুল পরিমাণ অর্থব্যয় হয় । ব্যয়ের অনুপাতে রাজকোশে পর্যাপ্ত রাজস্ব জমা না হওয়ায় অশােকের পরবর্তী মৌর্য রাজাদের আমলে তীব্র অর্থনৈতিক সংকট দেখা দেয় , যা মৌর্য সাম্রাজ্যের সুস্থিতিকে বিপন্ন করে ।

অশােকের উত্তরাধিকারীদের দুর্বলতা

উত্তরাধিকারীদের দুর্বলতার সুযােগে প্রাদেশিক শাসনকর্তা এবং অশােকের আমলে স্বাধিকারপ্রাপ্ত অন্ধ্র , পুলিন্দ , কম্বােজ , ভােজ , চোল , পাণ্ড্য প্রভৃতি জাতিগুলির মৌর্য বিরােধী বিদ্রোহ মৌর্য সাম্রাজ্যকে হীনবল করে তােলে ।

মৌর্য সাম্রাজ্যের অভ্যন্তরীণ দুর্বলতার সুযােগে ব্যাকট্রিয় গ্রিক জাতি উত্তর – পশ্চিম সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে এবং রাজধানী পাটলিপুত্র পর্যন্ত অগ্রসর হয় । এই বিদেশি আক্রমণের সুযোেগ নিয়ে সেনাপতি পুষ্যমিত্র শুঙ্গ তাঁর প্রভু শেষ মৌর্য সম্রাট বৃহদ্রথকে হত্যা করে সিংহাসন দখল করলে মৌর্য বংশ তথা মৌর্য সাম্রাজ্যের অবসান ঘটে ।

One thought on “মৌর্য সাম্রাজ্যের পতনের কারণ গুলি কি কি

  • Afsana khatun

    Wonderful answer

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!