ইতিহাস

সম্রাট অশোকের কৃতিত্ব

Contents

সম্রাট অশোকের কৃতিত্ব

ইতিহাসে অশােক এক বিরল ও ব্যতিক্রমী শাসক হিসেবে স্বীকৃত । যেসব কারণে তিনি পৃথিবীর সর্বকালের শাসকদের মধ্যে শ্রেষ্ঠ আসন দাবি করতে পারেন তা হল –

index 21
সম্রাট অশোক

রণনিপুণ যােদ্ধা

শক্তিশালী কলিঙ্গ রাজ্যকে যুদ্ধে পরাজিত করে অশােক তাঁর সামরিক প্রতিভা ও সুদক্ষ রণনীতির পরিচয় দিয়েছিলেন । যুগধর্মকে অনুসরণ করে সুদূর দক্ষিণ ভারতে এমনকি বিদেশে যুদ্ধাভিযান পাঠানাে তাঁর পক্ষে অসম্ভব ছিল না ।

ধর্ম বিজেতা

কলিঙ্গ যুদ্ধের পর গৌতম বুদ্ধের অহিংসা ও করুণার মন্ত্রে দীক্ষিত হয়ে সম্রাট অশােক ধর্মবিজয়ের পথ অনুসরণ করেছিলেন । ভেরীঘােষকে ধর্মঘােষে পরিণত করে মৌর্য সাম্রাজ্য বহির্ভূত ভারতীয় রাজ্য এমনকি বিদেশের সঙ্গেও তিনি গড়ে তুলেছিলেন শান্তি , মৈত্রী ও সৌভ্রাতৃত্বের সম্পর্ক ।

প্রজাবৎসল শাসক

তিনি এক জনকল্যাণকামী রাষ্ট্র ব্যবস্থা ( welfare state ) গড়ে তুলেছিলেন । প্রজাদের ইহলৌকিক ও পারলৌকিক উন্নতিবিধানের জন্য রাজুক , যুত , মহামাত্রধর্মমহামাত্র নামে বিভিন্ন শ্রেণির রাজকর্মচারী নিয়ােগ করা হয় । রাজপথ নির্মাণ , ছায়াতরু রােপণ , পান্থশালা স্থাপন , মানুষ ও পশুদের জন্য চিকিৎসালয় স্থাপন , ওষধি গাছগাছড়া রােপণ , দরিদ্র প্রজাদের জন্য সরকারি ত্রাণের বন্দোবস্ত করা এবং সম্রাটের অভিষেক বার্ষিকীতে বন্দিদের মুক্তিপ্রদান ইত্যাদি সমস্ত কাজই ছিল তাঁর প্রজাকল্যাণকামী রাজাদর্শের অঙ্গ ।

শিল্প সংস্কৃতির পৃষ্ঠপােষক

ভারতের বিভিন্ন প্রান্তে অসংখ্য স্থূপ , বিহার , চৈত্য ও স্তম্ভ নির্মাণের মধ্যে দিয়ে ভারতীয় শিল্পকলার ক্ষেত্রে এক বিবর্তনের অধ্যায়ও শুরু হয়েছিল সম্রাট অশােকেরই আমলে । দেশের সর্বত্র ব্রাক্ষী ও খরােষ্ঠী লিপির প্রচলন করে এবং পালিভাষাকে তাঁর ‘ ধম্ম ’ প্রচারের বাহন হিসেবে ব্যবহার করে তিনি সমগ্র ভারতকে ঐক্যসূত্রে বাঁধতে প্রয়াসী হয়েছিলেন ।

মানব প্রেমিক

মানবজাতির প্রতি অকৃত্রিম ভালােবাসা তাঁকে বিশ্ব ইতিহাসে স্থায়ী আসন দিয়েছে । ভারত ও ভারতের বাইরে অশােক শান্তি , মৈত্রী ও প্রেমের বাণী ছড়িয়ে দিয়েছিলেন ।

তাই আদর্শের বিচারে , প্রতিভা ও কর্মোদ্যোগের সামগ্রিক বিচারে , ধর্মবিজয় নীতির প্রবক্তা হিসেবে , অহিংসা ও মৈত্রীর বাণীর বাহক সম্রাট অশােককে পৃথিবীর শ্রেষ্ঠ সম্রাট বলা যায় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!