কয়েকজন উদ্ভিদবিজ্ঞানীর গুরুত্বপূর্ণ আবিষ্কার
Contents
কয়েকজন উদ্ভিদবিজ্ঞানীর গুরুত্বপূর্ণ আবিষ্কার

থিওফ্রাসটাস ( Theophrastus , 370 – 285 BC )
তিনি উদ্ভিদবিজ্ঞানের জনক নামে পরিচিত । তাঁর লেখা দুটি বিখ্যাত বই হল History of Plants এবং Enquiry into Plants।
রবার্ট হুক ( Robert Hooke , 1635 – 1703 )
তিনিই প্রথম কোশ পর্যবেক্ষণ করেন । তিনি নিজের তৈরি অণুবীক্ষণ যন্ত্রে কর্কের ছেদ থেকে কোশ ( মৃত কোশ ) আবিষ্কার করেন ।
ভন হেলমন্ট ( Van Helmont , 1577 – 1644 )
1640 খ্রিস্টাব্দে উদ্ভিদের খাদ্য তৈরি সম্পর্কে তথ্য দেন এবং উইলাে গাছ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেন ।
ক্যারােলাস লিনিয়াস ( Carolus Linnaeus , 1707 – 1778 )
শ্রেণিবিন্যাসের জনক । তিনিই প্রথম দ্বিপদ নামকরণের প্রবক্তা।
যােশেফ প্রিস্টলে ( Joseph Priestley , 1733 – 1804 )
সালােকসংশ্লেষের সময় উদ্ভিদ যে অক্সিজেন গ্যাস পরিত্যাগ করে তিনি তা 1772 খ্রিস্টাব্দে পরীক্ষা করে দেখান ।
স্লেইডেন ( M . J . Schleiden , 1804-1881 )
1838 খ্রিস্টাব্দে তিনি কোশ তত্ত্ব বা কোশবাদ ( cell theory ) প্রকাশ করেন ।
গ্রেগর জোহান মেন্ডেল ( Gregor Johann Mendel , 1822 – 1884 )
বংশগতি সংক্রান্ত সূত্র আবিষ্কার করেন এবং তিনি বংশগতির জনকরূপে পরিচিত ।
জুলিয়াস স্যাক ( Julius Sachs )
তিনি ক্লোরােপ্লাস্টে ক্লোরােফিলের অবস্থান নির্ণয় করেন এবং 1864 খ্রিস্টাব্দে সালােকসংশ্লেষের ফলে যে শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন হয় তা প্রমাণ করেন ।
বার্নেস ( Barnes )
তিনি 1898 খ্রিস্টাব্দে ফোটোসিন্থেসিস শব্দের উৎপত্তি সম্পর্কে আলােকপাত করেন ।
ব্ল্যাকমান ( F . F . Blackman )
তিনি 1905 খ্রিস্টাব্দে সালােকসংশ্লেষের ‘অন্ধকার বিক্রিয়া’র বর্ণনা দেন ।
উইলস্টেটার ( Willstatter ) এবং স্টোল ( Stoll )
তাঁরা 1913 খ্রিস্টাব্দে ক্লোরােফিলের রাসায়নিক গঠন সম্পর্কে আলােকপাত করেন ।
আলেকজান্ডার ফ্রেমিং ( Sir Alekjander Flemming , 1881 – 1955 )
তিনি পেনিসিলিয়াম নােটেটাম ( Penicillium notatum ) নামক ছত্রাক থেকে 1913 খ্রিস্টাব্দে অ্যান্টিবায়ােটিক ওষুধ পেনিসিলিন আবিষ্কার করেন ।
রােবিন হিল ( Robin Hill )
তিনি 1937 খ্রিস্টাব্দে জলের আলােক বিশ্লেষণ এবং ফোটোলাইসিস প্রক্রিয়া আবিষ্কার করেন ।
এম্বডেন , মেয়ারহফ , পারনেস ( Embden , Meyerhof , Parnas )
তাঁরা EMP পথ বা গ্লাইকোলাইসিস পথ সম্পর্কে বর্ণনা দেন ।
হ্যানস্ ক্রেবস্ ( Hans Krebs )
তিনি 1937 খ্রিস্টাব্দে ক্রেবস্ চক্র বা TCA চক্র বর্ণনা করেন ।
ওয়াটসন ও ক্রিক ( J . Watson and F . Crick )
তাঁরা 1953 খ্রিস্টাব্দে DNA অণুর দ্বিতন্ত্রী নকশা প্রণয়ন করেন ।
মেনভিন কেলভিন ( M . Calvin )
1956 খ্রিস্টাব্দে তিনি ক্লোরেল্লা ( Chlorella ) নামক শৈবালের মধ্যে ‘কেলভিন চক্র ’ আবিষ্কার করেন ।
ডিকার এবং টাইও ( Decker & Tio )
তিনি 1959 খ্রিস্টাব্দে উদ্ভিদের ফটোরেসপিরেশন বা আলােক – শ্বসন পর্যবেক্ষণ করেন ।
হ্যাচ এবং স্ল্যাক ( Hatch & Slack )
তাঁরা 1970 খ্রিস্টাব্দে সালােকসংশ্লেষের C⁴ , পথ সম্পর্কে আলােকপাত করেন ।
পার্ল বার্জ ও সহকর্মীবৃন্দ ( Paul Berg el.al )
তাঁরা 1972 খ্রিস্টাব্দে প্রথম পুর্নযােজিত DNA অণু ( Recombinant DNA molecule ) সৃষ্টি করেন ।
লেভিট ( J . Levitt )
তিনি 1974 খ্রিস্টাব্দে পত্ররন্ধের উন্মােচন সংক্রান্ত প্রােটন চলাচল পদ্ধতি ব্যাখ্যা করেন ।
ক্যারি মুলিস ( Kary Mullis )
তিনি 1983 খ্রিস্টাব্দে প্রথম পলিমারেজ চেন – রিঅ্যাকশনের মাধ্যমে জিন – এর সংখ্যা বৃদ্ধি করতে সক্ষম হন ।