উদ্ভিদ বিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা
Contents
উদ্ভিদ বিজ্ঞান পাঠের প্রয়ােজনীয়তা
উদ্ভিদবিজ্ঞান বিজ্ঞানের একটি উল্লেখযােগ্য শাখা । উদ্ভিদ বিজ্ঞান পাঠের প্রয়ােজনীতা অপরিসীম । এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রয়ােজনীয়তা সম্পর্কে আলােচনা করা হল।

খাদ্য উৎপাদনে
জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে খাদ্যের জোগানের সমতা বজায় রাখা আজ সমগ্র বিশ্বের সমস্যা। উদ্ভিদ বিজ্ঞানের ব্যবহারিক প্রয়ােগের ফলে আজ এই সমস্যা লাঘব করা সম্ভব হয়েছে । উদ্ভিদবিজ্ঞানের কল্যাণে অধিক উৎপাদনশীল বীজ , বীজবিহীন ফল , ফলের সংখ্যা ও আকার বৃদ্ধি , রোগ প্রতিরােধকারী উদ্ভিদ উৎপাদন , মাটি নির্বাচন ইত্যাদির মাধ্যমে খাদ্যসমস্যা মেটানাে অনেকটাই সম্ভব হয়েছে ।
পরিধেয় উৎপাদনে
উদ্ভিদবিজ্ঞানের উন্নতির সঙ্গে সঙ্গে পরিধেয় উৎপাদন ব্যবস্থারও উন্নতি ঘটেছে । বিভিন্ন উন্নতমানের তন্তুজ উদ্ভিদ সৃষ্টি এবং তা থেকে উন্নতমানের তন্তু উৎপাদন করা সম্ভব হয়েছে , ফলে পরিধেয় বস্ত্রেরও ব্যাপক উন্নতি ঘটেছে ।
রােগ প্রতিরােধ ও চিকিৎসা ক্ষেত্রে
মানুষ সহ বিভিন্ন গৃহপালিত জীবজন্তুর রােগের কারণ নানান ভাইরাস ও জীবাণু । এইসব ভাইরাস ও জীবাণুদের নিয়ন্ত্রণে রাখা উদ্ভিদবিজ্ঞানের মাধ্যমেই সম্ভব হয়েছে ।
শিল্প ক্ষেত্রে
তুলাে , পাট , চা প্রভৃতির উৎপাদন বৃদ্ধি ঘটার ফলে কৃষিবিপ্লব ঘটেছে ।
পরিবেশ সংরক্ষণে
উদ্ভিদবিজ্ঞানের জ্ঞান পরিবেশকে দূষণমুক্ত রাখতে এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে ।
বন সংরক্ষণে
উদ্ভিদবিজ্ঞানের বনবিভাগ শাখার সাহায্যে কাঠ উৎপাদনকারী উদ্ভিদদের সুষ্ঠু প্রতিপালন করা সম্ভব হয়েছে । বন সংরক্ষণের মাধ্যমে খরা ও বন্যা নিয়ন্ত্রণ অনেকাংশে সম্ভব হয়েছে ।
তৈল সন্ধান
গভীর মৃত্তিকাস্তরে প্রাপ্ত পরাগ – এর জীবাশ্ম তেল সঞ্চয়ী স্থানের সন্ধান দিতে সক্ষম ।
ভূমিক্ষয় রােধ ও বন্যা নিয়ন্ত্রণ
অধিক ভূমিক্ষয় প্রবণতাসম্পন্ন জমিতে মাটির বন্ধনশক্তি বৃদ্ধিকারী নির্বাচিত গাছপালা রােপণ করে ভূমিক্ষয় রোধ এবং বন্যা নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হচ্ছে ।
মহাকাশ গবেষণা
মহাকাশ গবেষণাকারী যাত্রীদের মহাকাশযানে সামুদ্রিক শৈবাল ক্লোরেল্লা রাখা হয় অক্সিজেন ও খাদ্য – সমস্যা সমাধানের জন্য ।
নতুন উদ্ভিদ প্রজাতি উদ্ভাবনে
উদ্ভিদবিজ্ঞানের জ্ঞানের আলােকেই নতুন নতুন উদ্ভিদ প্রজাতি সৃষ্টি সম্ভব হয়েছে ।