উদ্ভিদ ও প্রাণীর ক্রোমোজোম সংখ্যা
উদ্ভিদ ও প্রাণীর ক্রোমোজোম সংখ্যা

ক্রোমোজোম : জীবকোষের নিউক্লিয়াসে অবস্থিত জালিকা থেকে সৃষ্ট আত্মপ্রজননক্ষম যে সূত্রাকার অংশ জীবের বংশগতির বৈশিষ্ট্য বহন করে এবং প্রজাতির মিউটেশন বা পরিব্যক্তি, প্রকরণ বা ভেরিয়েশান ও বিবর্তন বা ইভোলিউশনে প্রধান ভূমিকা নেয় তাকে ‘ক্রোমোজোম’ বলা হয়।
উদ্ভিদ প্রাণী
নিউরোস্পোরা ছত্রাক 14 গোলকৃমি 2
পেঁয়াজ 16 ড্রোসোফিলা মাছি 8
আলু 48 মাছি 12
তামাক 48 মশা 6
চা 30 রেশম মথ 56
কফি 44 মাছ 24
সূর্যমুখী 34 কুনোব্যাঙ 22
মটর 14 কেঁচো 32
মূলো 18 ইঁদুর 42
ভুট্টা 20 গিনিপিগ 64
বাঁধাকপি 18 গাধা 62
ধান 24 কচ্ছপ 56
গম 42 ক্যাঙ্গারু 80
আখ 80 সোনা ব্যাঙ 26
তুলা 52 মুরগি 78
ওট বা যই 42 পায়রা 80
বিন 22 মৌমাছি 32
চিনাবাদাম 40 গরিলা 48
বার্লি 14 শিম্পাঞ্জি 48
টমেটো 24 কুকুর 78
লেবু 18,27,36 বিড়াল 38
আপেল 34,51 শুকর 40
পেঁপে 18 ভেড়া 54
তরমুজ 22 ছাগল 60
কলা 22,44,45 বানর 42
শসা 14 ঘোড়া 64
নাশপাতি 34,51,68 মানুষ 46