অন্যান্য

কাবাডি ( KABADDI )

কাবাডি ( KABADDI )

কাবাডি সম্পূর্ণ ভারতীয় খেলা । কবাডিকে ভারতের জাতীয় খেলা হিসাবে গণ্য করা হয় । 1950 সালে মুম্বাইতে কবাডি সংস্থা ( Amateur Kabaddi Federation of India ) গঠিত হয় ।

কবাডি খেলার আইনকানুন নিম্নে বর্ণিত হল –

কোর্ট : এক টুকরাে সমতল আয়তকার জমির উপর কবাডি খেলা হয় । পুরুষদের ক্ষেত্রে কবাডি কোর্টের দৈর্ঘ্য 13 মি ও প্রস্থ 10 মি এবং মহিলাদের ক্ষেত্রে কবাডি কোর্টের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 12 মিটার ও ৪ মিটার ।

কবাডি খেলায় প্রতিদলে 12 জন করে খেলােয়াড় থাকে । এর মধ্যে 7 জন খেলায় অংশগ্রহণ করে এবং বাকি 5 জন অতিরিক্ত হিসাবে থাকে ।

পুরুষদের খেলার সময় 20 + 10 + 20 = 50 মিনিট এবং মহিলাদের খেলার সময় 15 + 10 + 15 = 40 মিনিট । দুটি অর্ধের মাঝে 10 মিনিটের বিরতি থাকে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!