অন্যান্য

ফুটবল (FOOTBALL)

ফুটবল (FOOTBALL)

Football02 2 1
FOOTBALL

1904 সালে আন্তর্জাতিক ফুটবল সংস্থা অর্থাৎ ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসােসিয়েশন ( FIFA ) গঠিত হয় । 1930 সালে এই সংস্থা বিশ্বকাপ ফুটবল প্রতিযােগিতা শুরু করে এবং বিজয়ী দলকে জুলেস রিমােট ( জুলে রিমে ) কাপ প্রদান করা হয় ।

ভারতে ইংরেজরাই প্রথম ফুটবল খেলার প্রচলন করে । 1872 সালে কলকাতাতে প্রথম ভারতীয় ফুটবল ক্লাব ‘ ডালহৌসি ক্লাব ’ প্রতিষ্ঠিত হয় । 1888 সালে স্যার হেনরী মার্টিমার ডুরান্ড , ভারতের প্রথম ফুটবল প্রতিযােগিতা ‘ ডুরান্ড প্রতিযােগিতার ’ সূত্রপাত করেন । 1993 সালে ভারতে প্রথম ফুটবল সংস্থা ইন্ডিয়ান ফুটবল অ্যাসােসিয়েশন ( IFA ) গঠিত হয় । এই বছর থেকেই আই. এফ. এ. শীল্ড শুরু হয় । 1953 সালে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন গঠিত হয় । 1948 সালে লন্ডন অলিম্পিকে ভারত প্রথম ফুটবলে অংশগ্রহণ করে । 1951 সালে দিল্লি এশিয়ান গেমসে ভারত ফুটবলে স্বর্ণপদক লাভ করে ।

ফুটবল খেলার নিয়মাবলী

  1. ফুটবল খেলার মাঠ সমতল আয়তকার এবং মাঠে জল নিষ্কাশনের ব্যবস্থা থাকা উচিত । মাঠ লম্বায় সর্বোচ্চ 120 মিটার হয় এবং প্রস্থে 90 মিটার হয় ।
  2. গােল লাইনের ওপর দুটি গােলপােস্টের মধ্যে 7 : 32 মিটার ( ৪ গজ = 24 ফুট ) ব্যবধান থাকে । এবং প্রতিটি গােলপােস্ট 2.44 মিটার ( ৪ ফুট ) উচ্চতা বিশিষ্ট হয় ।
  3. পেনাল্টি স্পটের দূরত্ব 11 টি ধ হবে 27 ইঞ্চি থেকে 
  4. গােল লাইন থেকে পেনাল্টি লাইনের দূরত্ব 16.5 মিটার এবং পেনাল্টি স্পটের দূরত্ব 11 মিটার ( 12 গজ ) ।
  5. বল গােলাকার চামড়া অথবা সিন্থেটিক বস্তু দ্বারা নির্মিত হবে , যার পরিধি হবে 27 ইঞ্চি থেকে 28 ইঞ্চি এবং ওজন 410 গ্রামের কম হবে না এবং 450 গ্রামের বেশি হবে না ।
  6. প্রত্যেক দলে 11 জন করে খেলােয়াড় থাকে , যার মধ্যে একজন অবশ্যই গােলকিপার । মােট 18 জন করে খেলােয়াড়ের ( 7 জন করে অতিরিক্ত খেলােয়াড় ) নাম দিতে হয় । কোনো দলে 7 জন খেলােয়াড়ের কম থাকলে , খেলা শুরু হবে না । সর্বাধিক 3 জন খেলােয়াড় পরিবর্তন করা যাবে ।
  7. খেলা 45 মিনিটের দুটি অর্ধে অনুষ্ঠিত হবে । দুটি অর্ধের মাঝে 15 মিনিটের বিরতি দেওয়া হবে । Injury time বা অতিরিক্ত সময় প্রতি অর্ধের মধ্যে দিয়ে দিতে হবে এবং তা সকলকে অবহিত করে । নির্ধারিত 90 মিনিট খেলায় কোনাে মীমাংসা না হলে , অতিরিক্ত 15 মিনিটের দুটি অর্ধ খেলানাে হবে এবং তাতেও মীমাংসা না হলে টাই ব্রেকার ও তারপর সাডেন ডেথ – এর মাধ্যমে খেলা মীমাংসা করা হবে । অতিরিক্ত সময়ের খেলায় যে দল প্রথম গােল করবে সেই দল জয়ী হবে এই পদ্ধতিকে গােল্ডেন গােল বলা হয় ।
  8. ফ্রি – কিকের সময় প্রতিপক্ষ দলের খেলােয়াড়দের বল থেকে কমপক্ষে 9.15 মিটার দূরে অবস্থান করতে হয় । 
  9. অখেলােয়াড়ােচিত আচরণ করলে একজন খেলােয়াড়কে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করা হয় এবং কেউ
  • গুরুতর অন্যায়ভাবে খেললে
  • বর্বরােচিত ব্যবহার করলে
  • প্রতিপক্ষকে থুথু ছেটালে
  • কোনাে গােল হবার নিশ্চিত সুযােগকে হাত দিয়ে প্রতিহত করলে ( গােলকিপার ব্যতীত )
  • অভদ্র আচরণ বা ভঙ্গি করলে
  • খেলায় দ্বিতীয়বার সতর্কিত হলে — তাকে লাল কার্ড দেখিয়ে খেলা থেকে বহিষ্কার করা হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!