সাধারণ তুলা যন্ত্র ও স্প্রিং তুলা যন্ত্রের পার্থক্য

সাধারণ তুলা যন্ত্র ও স্প্রিং তুলা যন্ত্রের পার্থক্য

common balance 3

স্প্রিং তুলা

  1. স্প্রিং তুলা দিয়ে বস্তুর ভার বা ওজন মাপা হয় ।
  2. স্প্রিং তুলা যে স্থানে অংশাঙ্কিত হয় শুধু সেই স্থানে সঠিক পাঠ দেয় ।
  3. স্প্রিং তুলায় একটি বস্তুর ওজনের পাঠ বিভিন্ন স্থানে বিভিন্ন হয় ।
  4. স্প্রিং তুলার কার্যনীতি পৃথিবীর অভিকর্ষ বলের জন্য ম্প্রিং – এর দৈর্ঘ্য বৃদ্ধির ওপর নির্ভরশীল ।
  5. খুব ভারী বস্তুর ওজন মাপা যায় না ।

সাধারণ তুলা

  1. সাধারণ তুলায় বস্তুর ভর মাপা হয় ।
  2. সাধারণ তুলা সব স্থানে সঠিক পাঠ দেয় ।
  3. সাধারণ তুলায় একটি বস্তুর ভরের ক্ষেত্রে সব স্থানে একই পাঠ পাওয়া যায় ।
  4. সাধারণ তুলা প্রথম শ্রেণির লিভারের নীতি অনুযায়ী কাজ করে ।
  5. ভারী বস্তুর ভর মাপা যায় । 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!