ভৌত বিজ্ঞান

স্প্রিং তুলা

স্প্রিং তুলা

download 5
স্প্রিং তুলা

স্প্রিংতুলার সাহায্যে বস্তুর ওজন মাপা হয় । এই তুলার কার্যনীতি পৃথিবীর আকর্ষণ অর্থাৎ অভিকর্ষ বলের ওপর প্রতিষ্ঠিত । অভিকর্ষহীন স্থানে স্প্রিং তুলা কার্যকরী নয় ।

বর্ণনা

  • এই তুলায় একটি ইস্পাতের স্প্রিং ধাতব আবরণের ভেতর রাখা থাকে । এই আবরণের ওপরের দিকে একটি আংটার সঙ্গে স্প্রিংটি আটকানাে থাকে ।
  • স্প্রিং – এর নীচের প্রান্ত একটি ইস্পাত দণ্ডের সঙ্গে যুক্ত থাকে । দণ্ডটির নীচে একটি হুক লাগানাে থাকে । যে বস্তুর ওজন মাপতে হবে তাকে হুক থেকে ঝুলিয়ে দেওয়া হয় ।
  • স্প্রিং এবং ইস্পাত দণ্ডের সংযােগস্থলে একটি সরু কাটা লাগানাে থাকে । এটি সূচকের কাজ করে ।
  • ধাতব আবরণের গায়ে একটি স্কেল কিলােগ্রাম বা পাউন্ডে দাগ কাটা থাকে । সূচকটি ওই স্কেলের গা বরাবর চলাচল করে । প্রথমে কয়েকটি জানা – ওজন হুক থেকে ঝুলিয়ে স্কেলটিকে অংশাঙ্কিত করা হয় ।

কার্যপদ্ধতি

  1. স্প্রিং তুলাটিকে খাড়াভাবে রেখে সূচকটি 0 – দাগের সঙ্গে মিলে আছে কি না দেখে নিতে হবে ।
  2. এবার যে বস্তুর ওজন মাপতে হবে সেটিকে হুক থেকে ঝুলিয়ে দিতে হবে ।
  3. পৃথিবীর অভিকর্ষ বলের জন্য স্প্রিংটি দৈর্ঘ্যে প্রসারিত হয় এবং সূচকটি স্কেলের গা বেয়ে নীচে নেমে এসে একটি দাগে স্থির হয় ।
  4. ওই দাগের পাঠই হল বস্তুর ওজন । অবশ্য এই ওজন সঠিক হবে যদি যে স্থানে স্প্রিং তুলার স্কেলটিকে অংশাঙ্কিত করা হয় , সেখানে বস্তুটির ওজন মাপা হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!