একটি ভালো তুলা যন্ত্রের আবশ্যকীয় গুণাবলী
Contents
একটি ভালো তুলা যন্ত্রের আবশ্যকীয় গুণাবলী

একটি তুলাযন্ত্রে নীচের গুণগুলি থাকলে তুলাযন্ত্রটিকে ভালাে বলা হয় ।
সুবেদী
যে তুলায় দু – দিকের তুলাপাত্রে রাখা বস্তু ও বাটখারার ভরের সামান্য পার্থক্যে তুলাদণ্ডটি বেশি ভরের দিকে হেলে যায় , তাকে সুবেদী তুলা বলে । তুলাযন্ত্র সুবেদী হওয়ার জন্য তুলাদণ্ডের বাহুটি দীর্ঘ হওয়া প্রয়ােজন , দণ্ডটি হালকা হবে এবং দণ্ডের ভারকেন্দ্র আলম্বের যতটা সম্ভব কাছাকাছি থাকা প্রয়ােজন । এ ছাড়াও সূচকটির দৈর্ঘ্য যথাসম্ভব বড়াে হওয়া প্রয়ােজন ।
নির্ভুল
দু – দিকের তুলাপাত্রে সমান ভরের দুটি বস্তু থাকলে অথবা তুলাপাত্র দুটি খালি থাকলে তুলাদণ্ড যদি অনুভূমিক থাকে , তাহলে সেই তুলাযন্ত্রকে নির্ভুল তুলাযন্ত্র বলে । তুলাদণ্ডের দুই বাহুর দৈর্ঘ্য ও ভর সমান হওয়া প্রয়ােজন । তুলাপাত্র দুটির ভরও সমান হওয়া দরকার ।
দৃঢ়
তুলাযন্ত্রের বিভিন্ন অংশ মজবুত হতে হবে এবং কোনাে অংশ ঢিলে থাকলে বস্তুর সঠিক ভর পাওয়া যায় না ।
সুস্থিত
তুলাদণ্ডটি একবার আন্দোলিত হলে সেই দোলন যেন দীর্ঘক্ষণ স্থায়ী না হয় , তুলাদণ্ডটি যেন শীঘ্রই স্থির অবস্থায় ফিরে আসে ।