স্টপওয়াচ বলতে কী বোঝো
স্টপওয়াচ বলতে কী বোঝো

এই ঘড়িতে দুটি কাঁটা থাকে । ছােটো কাঁটাটি মিনিটের এবং বড়াে কাঁটাটি সেকেন্ডের । এই ঘড়িতে ঘণ্টার কাঁটা থাকে না । তাই এর সাহায্যে দিনের সময় জানা যায় না । ঘড়িটি চালানাে এবং বন্ধ করার জন্য মাথায় একটি চাবি লাগানাে থাকে । প্রথমবার চাবি টিপলে ঘড়িটি চলতে শুরু করে ।
দ্বিতীয়বার টিপলে ঘড়ি বন্ধ হয়ে যায় এবং মিনিটের কাঁটা ও সেকেন্ডের কাঁটার অবস্থান থেকে সময় জানা যায় । তৃতীয়বার চাবিটি টিপলে দুটো কাঁটাই আবার 0 দাগে ফিরে আসে । এই চাবি দিয়েই ঘড়িতে দম দেওয়া হয় । পরীক্ষাগারেও এই ঘড়ি ব্যবহার করা হয় ।