দোলক ঘড়ির বর্ণনা
দোলক ঘড়ির বর্ণনা

দোলক ঘড়িতে একটি ধাতব দণ্ড একটি দৃঢ় অবলম্বন থেকে ঝােলানাে থাকে । এই দণ্ডের শেষ প্রান্তে একটি ভারী ধাতব পিণ্ড যুক্ত থাকে । এই ধাতব পিণ্ডটি অর্থাৎ দোলকটি নিয়মিতভাবে দুলতে থাকে ।
আলম্ব বিন্দু থেকে পিণ্ডের ভারকেন্দ্র পর্যন্ত দূরত্বকে দোলকের কার্যকর দৈর্ঘ্য বলে ।
দোলকের পিণ্ডটির যে – কোনাে এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেতে সময় লাগে 1 সেকেন্ড । অর্থাৎ এক প্রান্ত থেকে অপর প্রান্তে গিয়ে আবার সেই প্রান্তে ফিরে আসতে সময় লাগে 2 সেকেন্ড । এই সময়টিকে দোলনকাল বলে । দোলক ঘড়ির দোলনকাল 2 সেকেন্ড ।
বিশেষ যান্ত্রিক ব্যবস্থায় এই দোলনকাল অনুসারে ঘড়ির কাঁটা ঘুরে সময় নির্দেশ করে । এই ঘড়িতে বড়াে কাঁটাটি মিনিটের কাঁটা এবং ছােটো কাঁটাটি ঘণ্টার কাঁটা । কাঁটা দুটি একটি ডায়ালের ওপর পর্যাবৃত্ত গতিতে ঘুরতে থাকে ।
ঘড়িতে শক্তি সরবরাহ করার জন্য একটি স্প্রিং থাকে । চাবির সাহায্যে দম দিয়ে স্প্রিং – এ স্থিতিশক্তি সঞ্চয় করা হয় । এই স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়ে ঘড়ির কাঁটা ঘােরায় ।
Thank you so much sir or mam 🙂😌 to post this answers than you so so much 😊 for this