স্কেলের সাহায্যে সরু তারের ব্যাস নির্ণয়

স্কেলের সাহায্যে সরু তারের ব্যাস নির্ণয়

1425887864
সরু তারের ব্যাস নির্ণয়

তারটিকে একটি সরু দণ্ডের ওপর পাক দিয়ে জড়ানাে হল । লক্ষ রাখতে হবে , যাতে পাকগুলির মধ্যে ফাঁকা স্থান না থাকে । দণ্ডের ওপর তারটির পাকগুলি যে দৈর্ঘ্য দখল করল তা সাধারণ স্কেল দিয়ে মেপে নেওয়া হল । ওই পাঠকে পাকসংখ্যা দিয়ে ভাগ করলে তারটির ব্যাস পাওয়া যাবে ।

প্রাপ্ত পাঠ ধরি x সেমি ও তারের পাকসংখ্যা ধরি m

তারের ব্যাস = x/m সেমি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!