ভৌত বিজ্ঞান

সাধারণ স্কেলের ব্যবহার

সাধারণ স্কেলের ব্যবহার

untitled 15 81564 1
সাধারণ স্কেল

1. মনে করি , AB দণ্ডটির দৈর্ঘ্য স্কেল দিয়ে মাপতে হবে । দণ্ডটিকে স্কেল বরাবর এমনভাবে বসানাে হল যেন স্কেলটির দাগকাটা ধারটি দণ্ডটির সঙ্গে লম্বালম্বিভাবে মিশে যায় ।

2. দণ্ডটির A প্রান্তকে স্কেলের একটি পূর্ণসংখ্যা অর্থাৎ 1 সেন্টিমিটার দাগের সঙ্গে মিলিয়ে B প্রান্তের পাঠ নেওয়া হল । মনে করি , B প্রান্তটি 7.8 এবং 7.9 সেমির মাঝে কোথাও আছে । এই অবস্থায় চোখের আন্দাজে B প্রান্তের পাঠ নিতে হবে । চোখের আন্দাজে এক মিলিমিটারকে সমান দশ ভাগে ভাগ করে দেখতে হবে দণ্ডটির বাড়তি অংশটি কত ভাগের সঙ্গে মিলেছে । মনে করি , বাড়তি অংশটি 9 ভাগের সঙ্গে মিলেছে , অতএব বাড়তি অংশটির দৈর্ঘ্য 0.9 মিমি বা 0.09 সেমি ।

সুতরাং , B প্রান্তের পাঠ হল = 7.8 সেমি + 0.09 সেমি = 7.89 সেমি

অতএব , দণ্ডটির দৈর্ঘ্য = ( B প্রান্তের পাঠ – A প্রান্তের পাঠ )

= ( 7.89 – 1 ) সেমি = 6.89 সেমি

এইভাবে দণ্ডটির A প্রান্তকে স্কেলের বিভিন্ন স্থানে রেখে আরও কয়েকবার B প্রান্তের পাঠ নেওয়া হল । প্রতিবার দৈর্ঘ্যের যে মান পাওয়া গেল তার গড় নিলে AB দণ্ডটির সঠিক দৈর্ঘ্য পাওয়া যাবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!