দৈর্ঘ্য মাপক যন্ত্র স্কেল
দৈর্ঘ্য মাপক যন্ত্র স্কেল

দৈর্ঘ্য মাপার জন্য স্কেল ব্যবহার করা হয় ।
স্কেলের বর্ণনা
- পাতলা কাঠ , অ্যালুমিনিয়াম , ইস্পাত বা প্লাস্টিকের পাত দিয়ে স্কেল তৈরি হয় ।
- এর প্রস্থ সাধারণত 3.8 থেকে 5 সেমি এবং দৈর্ঘ্য 1 মিটার বা 0.5 মিটার হয় ।
- স্কেলের একপাশে সেন্টিমিটারে দাগ কাটা থাকে । প্রত্যেক সেন্টিমিটারকে সমান 10 ভাগে ভাগ করা থাকে । ফলে প্রতিটি ছােটো ঘরের মান হয় 1 মিলিমিটার , স্কেলের অপর পাশে ইঞ্চিতে দাগ কাটা থাকে । প্রতি ইঞ্চিকে আবার 10 ভাগে ভাগ করা থাকে ।
- যে স্কেলে শুধু সেন্টিমিটার ও মিলিমিটারে দাগ কাটা থাকে , তাকে মিটার স্কেল বলে । আবার , যে স্কেলে শুধু ইঞ্চি বা ইঞ্চির দশমাংশে দাগ কাটা থাকে তাকে ফুট রুল বা ফুট স্কেল বলে ।