ভৌত বিজ্ঞান

মাত্রাহীন ভৌত রাশি

মাত্রাহীন ভৌত রাশি

55319a 1
মাত্রাহীন ভৌত রাশি

যেসব ভৌত রাশি দুটি সমজাতীয় রাশির অনুপাত , তাদের মাত্রাহীন ভৌত রাশি বলে । সমজাতীয় রাশি হওয়ায় এদের কোনাে মাত্রা থাকে না ।

উদাহরণ : আপেক্ষিক গুরুত্ব = বস্তুর ভর / সময়তন জলের ভর = [ M ] / [ M ] = 1 ।

অর্থাৎ , কোনাে রাশির মাত্রা 1 হলে তাকে মাত্রাহীন ভৌত রাশি বলে ।

One thought on “মাত্রাহীন ভৌত রাশি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!