ভৌত বিজ্ঞান

ভৌত রাশির মাত্রা

ভৌত রাশির মাত্রা

images 8
ভৌত রাশির মাত্রা

কোনাে ভৌত রাশি যেভাবে দৈর্ঘ্য , ভর ও সময়ের সঙ্গে সম্পর্কযুক্ত , তাকে ওই ভৌত রাশির মাত্রা বলে । এই মাত্রা থেকে যে – কোনাে লব্ধ এককের সঙ্গে প্রাথমিক এককগুলির সম্পর্ক জানা যায় ।

উদাহরণ : দৈর্ঘ্যের মাত্রা = [ L ] , ভরের মাত্রা = [ M ] এবং সময়ের মাত্রা = [ T ] ধরা হয় ।

যেহেতু বেগ = সরণ/সময়

তাই বেগের মাত্রা = সরণের মাত্রা/সময়ের মাত্রা = [ L ]/[ T ] = [ LT–¹ ]

তেমনি ত্বরণের মাত্রা = বেগের মাত্রা/সময়ের মাত্রা = [ LT–¹ ]/[ T ] = [ LT–² ] 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!