অধিক দূরত্ব সেন্টিমিটারে প্রকাশ অসুবিধা
অধিক দূরত্ব সেন্টিমিটারে প্রকাশ অসুবিধা

কলকাতা থেকে দিল্লির দূরত্ব 1,500 কিমি । এই দূরত্বকে সেন্টিমিটারে লিখলে হবে 15,00,00,000 সেমি । সংখ্যাটি খুবই বড়াে হয়ে যাওয়ায় এভাবে প্রকাশ করা বিরক্তিকর এবং অসুবিধাজনক । তাই বড়াে মাপের দূরত্বকে কিলােমিটারে প্রকাশ করা হয় ।